Home Blog Zelaparisad: মুখ্যমন্ত্রী অভিযোগ পাওয়ায় কি সভাধিপতির পদ গেল উত্তরার? জল্পনা রেখে সভাধিপতি...

Zelaparisad: মুখ্যমন্ত্রী অভিযোগ পাওয়ায় কি সভাধিপতির পদ গেল উত্তরার? জল্পনা রেখে সভাধিপতি হলেন প্রতিভা

40
0

 

মেদিনীপুর: মেদিনীপুর
সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জেলা পরিষদের জয়ী প্রার্থীদের
নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের
নেতাকর্মীরা। সোমবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন। এবারের
নির্বাচনে জেলার
60টি জেলা পরিষদ আসনের সবেতেই তৃণমূল
এককভাবে জয়ী হয়েছে। তারপরেই কে হবেন সভাধিপতি
, তা নিয়ে
জল্পনা ছিল দলের অন্দরে। সেই সব জল্পনার অবসান ঘটলো সোমবার। জেলা পরিষদের সভাধিপতি
হয়েছেন প্রতিভারানি মাইতি। যিনি এর আগে জেলা পরিষদের
নারী ও শিশুকল্যান বিভাগের কর্মাধ্যক্ষ ছিলেন। তবে সহ-সভাধিপতি হিসেবে অজিত
মাইতিই থাকছেন। সভাধিপতি থেকে বাদ গিয়েছেন উত্তরা সিংহ হাজরা।

 

উত্তরার বাদ পড়া নিয়ে
জল্পনা রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। খোদ
মুখ্যমন্ত্রী মেদিনীপুরে এসে উত্তরাকে বলেছিলেন
, “তোমার
বিরুদ্ধে নানা অভিযোগ পাচ্ছি
, অবিলম্বে শোধরাও।” সেই
অভিযোগেই কি এবারে সভাধিপতির পথ গেল উত্তরার
?

 

এদিন শপথ নিয়ে সভাধিপতি প্রতিভা
রানি মাইতি বলেন
, “প্রত্যন্ত গ্রাম থেকে 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথমে পঞ্চায়েত সমিতির সদস্য, পরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছিলাম। এবারে দল আমাকে অনেক বড় দায়িত্ব
দিয়েছে। সবাইকে সাথে নিয়ে সুন্দর ভাবে কাজ করার মধ্য দিয়ে রাজ্যে এক নম্বর করে
তোলার লক্ষ্য পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদকে।”

অন্যদিকে দ্বিতীয় বারের জন্য
জেলা পরিষদের সহ-সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়ে অজিত মাইতি বলেন
, “রাস্তা, পানীয় জল এবং স্বাস্থ্যর বিষয়টি প্রথম
দেখা হবে। গ্রামীণ চিকিৎসালয়গুলির বিষয়ে খোঁজ নিয়ে আরও উন্নত করার চেষ্টা করা
হবে।”




Previous articleMedinipur Live : রাত পোহালেই জেলাপরিষদেরনতুন বোর্ড, নতুন করে সাজানো শুরু জেলাপরিষদকে
Next articleGhatal : দুপুরে রাস্তা ফাঁকা দেখে বৃদ্ধার কানের গহনা ছিঁড়ে নিয়ে পালাতে গিয়ে ধৃত ছিনতাইবাজ,খুঁটিতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here