Home Medinipur Live Sritishree Mela: ৯ দিনেই মেদিনীপুরে মহিলারা আয় করলেন ৫ কোটি টাকা

Sritishree Mela: ৯ দিনেই মেদিনীপুরে মহিলারা আয় করলেন ৫ কোটি টাকা

55
0

Medinipur : গত ন’দিন ধরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল মাঠে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়েছিল। ২৭ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলাতে রাজ্যের কুড়িটি জেলা থেকে এবং ভিন রাজ্যের আরও দুটি স্থান থেকে প্রায় আড়াইশো স্ব-সহায়ক দলের মহিলাদের দোকান বসেছিল মেদিনীপুর শহরের এই স্থানে। অনুকূল আবহাওয়া, একেবারে মোক্ষম সময়-এমন একাধিক কারণে স্ব সহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করনে আয়োজিত এই মেলা দারুন লাভ এনে দিল সকলকে। ৯ দিন ধরে আয়োজিত এই মেলাতে প্রায় ১ কোটি ৮ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন। কেনাকাটা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার। জানালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। যেই সমস্ত স্বসহায়ক দলের সদস্যরা এই ভালো বিক্রি করতে পেরেছে তাদের শেষ দিনের মেলাতে অনুষ্ঠানে সম্মানিত করলেন জেলাশাসক ও আধিকারিকরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনের দায়িত্বে থাকা আধিকারিক গোবিন্দ হালদার জানিয়েছেন-“গত বছর এই মেলাতে প্রায় ২০০ টি দোকান বসে ছিল। সাত দিনের সেই মেলাতে আয় হয়েছিল ২ কোটি ৫৩ লক্ষ টাকা। এবার সাত দিনের মেলা ৯ দিনের করা হয়েছিল। একই সঙ্গে দোকানের সংখ্যাও প্রায় ৫০টি বাড়ানো হয়েছিল। কিন্তু এবার আর মেদিনীপুর কলেজ মাঠে বসার সুযোগ পায়নি এই মেলা। বাধ্য হয়ে সংকীর্ণস্থান মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল এর মাঠে করতে হয়েছিল প্রশাসনকে। শুরুতে ভয় ছিল। কিন্তু মেলা শুরু হতেই খদ্দেরের ভিড় ভরিয়ে দিল লক্ষী ভান্ডার। এই মেলাতে বেশিরভাগটাই মহিলা স্ব সহায়ক দলের উৎপাদিত সামগ্রীর দোকান ছিল। সেই মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করে ৯ দিনে পাঁচ কোটি টাকা আয় করে ফেলল দোকানদারেরা। অনেকেই জানাচ্ছেন – গত এক বছরে সব থেকে বেশি আয় হয়েছিল কলকাতাতে দোকান দিয়ে। এবার দ্বিতীয় স্থান দখল করল মেদিনীপুর শহরের এই সৃষ্টিশ্রী মেলা।

YouTube player

এই মেলাতেই সব থেকে আকর্ষণের জায়গা ছিল-মহিলাদের হাতের তৈরি খাবারের দোকান তথা ফুড কোর্ট, কারিগরি হাট, হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের দোকানগুলি। ছিল পিংলার পটচিত্র, মাদুর ,কার্পেট, ডোকরা, তামার তৈরি জিনিসপত্রের দোকান, উলের বস্ত্র, নকশা বাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি, ব্যাগ এর মত মহিলাদের পছন্দের সামগ্রীর সম্ভার। গৃহস্থালির দৈনন্দিন ব্যবহারে লাগে এমন জিনিস সব থেকে বেশি বিক্রি হয়েছে এই মেলাতে।।

মেলাতে নদিন ধরে জমাটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ছিল। তারপরেও রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এর মত বিভিন্ন শিবির ছিল। সব মিলিয়ে ন দিন ধরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল এর মাঠে মহিলাদের উৎপাদিত সামগ্রীর যে মেলা হয়েছিল তা রেকর্ড পরিমাণ মুনাফা এনে দিল মহিলাদের হাতে।

Previous articleMedinipur Live: ইন্টারভিউ দিয়ে ট্রেন থেকে নেমেই ৫ দিন নিখোঁজ, দেহ উদ্ধার হল মেদিনীপুর এনিকেট জলাধারে
Next articleGhatal : পরকীয়ার প্রতিবাদ করতেই মারুতিতে আগুন, চাঞ্চল্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here