Home Medinipur Live Keshpur : বাইকের পেছনে মহিলা এডিএম, বাইক চালাচ্ছেন স্বয়ং বিডিও, ঘুরলেন কেশপুরের...

Keshpur : বাইকের পেছনে মহিলা এডিএম, বাইক চালাচ্ছেন স্বয়ং বিডিও, ঘুরলেন কেশপুরের ভেঙে যাওয়া নদী বাঁধ এলাকা

159
0

কেশপুর: গত পাঁচ দিন আগে কেশপুরের বেশ কয়েকটি এলাকাতে চারটি জায়গায় নদী বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল। যা থেকে জল বিভিন্ন গ্রামে ঢুকে এখনো প্লাবন পরিস্থিতি কেশপুরের বিভিন্ন অঞ্চলে। তবে জল নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভেঙ্গে যাওয়া নদী বাঁধ এলাকা গুলি ও বেশি ক্ষতি হয়েছে এমন এলাকাগুলি বাইকে করে  পরিদর্শনে বের হলেন কেশপুরের বিডিও। বাইকের পেছনে অতিরিক্ত জেলা শাসক মৌমিতা সাহা। তার পিছনে বিভিন্ন আধিকারিক ও নিরাপত্তা কর্মীরা।


মঙ্গলবার দুপুর থেকে কেশপুরের ভেঙে যাওয়া নদী বাঁধ এলাকা গুলি এভাবেই ঘুরে পরিদর্শন করলেন বিডিও ও অতিরিক্ত জেলাশাসক। কেশপুরের বিবেকপুর, সরিষাখোলা, বিক্রমপুর, সিংপুর এলাকা পরিদর্শন করেছেন এই আধিকারিকরা। প্রত্যন্ত গ্রামীণ এলাকার রাস্তা হওয়াতে, সরু রাস্তাতে বাইক নিয়ে ছুটলেন তারা। বাইকের পেছনে মহিলা এডিএম তথা পঞ্চায়েত বিভাগের অতিরিক্ত জেলাশাসক। বিভিন্ন এলাকা ঘুরে তথ্য তুলে নিলেন।



পরিদর্শন পর্বে তাদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক, ছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

YouTube player

 বিডিও কৌশিশ রায় জানিয়েছেন-” বহু এলাকা প্লাবিত হয়েছিল। সেই সমস্ত প্লাবিত এলাকাগুলি খতিয়ে দেখা হয়েছে। বিভিন্ন আগেকারিকদের সঙ্গে নিয়ে আমরা হিসেব করেছি। অনেকগুলি বাড়ি ভেঙে পড়েছে। চাষেও প্রচুর ক্ষতি হয়েছে। সেগুলি দ্রুত মেরামত করা হবে।”

Previous articleElephant attack: ফসল বাঁচাতে গিয়ে গোয়ালতোড়ে হাতি হানায় মৃত্যু কৃষকের
Next articleDiwali : দীপাবলীর ছুটি, পুরো বিদ্যালয় চত্বরকে রঙ ও প্রদীপ দিয়ে সাজালো প্রথামিকের ছাত্রছাত্রীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here