Home Medinipur Live Banglar Bari : “বাংলার বাড়ি” পাচ্ছেন কারা, সুপার চেকিং-এ হঠাৎ বসতিতে জেলাশাসক

Banglar Bari : “বাংলার বাড়ি” পাচ্ছেন কারা, সুপার চেকিং-এ হঠাৎ বসতিতে জেলাশাসক

201
0

মেদিনীপুর: বাংলার বাড়ি প্রকল্পের রি-ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই কাজ সম্পুর্ন করতে হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে। তেরোশোটি সরকারি আধিকারিকদের টিম এই কাজ শুরু করেছে ২৭শে নভেম্বর থেকে। সেই কাজে অতর্কিত অভিযানে নামতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খোরশেদ আলী কাদেরীকেও। শনিবার বিকেলে সাড়ে তিনটা নাগাদ হঠাৎ করে হাজির হয়েছিলেন আবাস এলাকায়। তালিকায় থাকা প্রাপকদের নাম ও কাগজপত্র খতিয়ে দেখলেন তিনি।সঙ্গে হাজির হয়েছিলেন মেদিনীপুর সদর ব্লকের বিডিও ৷



পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ২০২১-২২ বর্ষে আবেদন করা আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকার রি-ভেরিফিকেশন শুরু হয়েছে। ওই সময় কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে এই তালিকা তৈরি হয়েছিল। কিন্তু কেন্দ্রের নিয়মের অনেক জটিলতার কারণে বহু ব্যক্তির নাম কেটে দিতে হয়েছিল তালিকা থেকে। বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম আবাস যোজনা কেটে বাংলার বাড়ি করা হয়েছে। তাই ইতিপূর্বে যে ভেরিফিকেশন হয়েছিল ওই তালিকা অনুসারে, রাজ্য সরকারের নির্দেশের রি ভেরিফিকেশন শুরু হয়েছে। প্রাপকরা ন্যূনতম উপযুক্ত হলেই তাদের বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।।



জেলাশাসক খুরশেদ আলী কাদেরী জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলাতে এই রি ভেরিফিকেশন করা হবে ৩ লক্ষ ৮ হাজার ৪৬৪ জনের নাম। আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে সেই কাজ সম্পন্ন করতে হবে। কোন জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবেন না। সরকারি আধিকারিকদের নিয়ে তৈরি ১৩০০ টি টিম এই সার্ভের কাজ করছেন। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে উপযুক্ত মনে হলেই তাকে এই তালিকার বাড়ি দেওয়া হবে। এই ভেরিফিকেশন করতে অন্যান্য আধিকারিকদের সাথে সাথে মহকুমা শাসক, বিডিও সকলেই নেমেছিলেন। এবার সেই কাজে নামলেন খোদ জেলাশাসক খোরশেদ আলী কাদেরী।




মেদিনীপুর শহরের পাশে থাকা আবাস এলাকাতে শনিবার বিকালে হটাত্ হাজির হয়ে গিয়েছিলেন জেলা শাসক ৷ স্থানীয় সার্ভেয়ারদের সঙ্গে নিয়ে বেশ কিছু বাড়ির প্রাপকদের সঙ্গে কথা বলেছেন জেলাশাসক। তাদের তালিকা মিলিয়ে প্রাপকের আধার ভোটার ও বাড়ির পরিস্থিতি কি সবটা খতিয়ে দেখেছেন তিনি। জেলার অন্যান্য স্থানেও এই অভিযান হবে বলেও জানিয়েছেন জেলাশাসক। অর্থাৎ জেলার যে কোন প্রান্তে যেকোনো সময় ৫ ই ডিসেম্বরের মধ্যে নিজে এই সুপার চেকিংয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।

Previous articleRoad accident : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, বেহাল রাস্তাকেই দুষে ক্ষোভ গুড়গুড়িপালে
Next articleRobbery : গভীর রাতে কোল্ড স্টোরে কর্মীদের বেঁধে ফেলে রেখে অবাধে ডাকাতি ডাকাত দলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here