Home Medinipur Live SSC news: “শান্তভাবে যেমন বলতে পারি, সব জ্বালিয়েও দিতে পারি”-ফের মেদিনীপুরে শিশুদের...

SSC news: “শান্তভাবে যেমন বলতে পারি, সব জ্বালিয়েও দিতে পারি”-ফের মেদিনীপুরে শিশুদের নিয়ে রাস্তায় শিক্ষকেরা

49
0

মেদিনীপুর: এসএসসি প্যানেল ক্যানসেল এরপর চাকরিহারা শিক্ষকেরা ফের বিক্ষোভ দেখালেন মেদিনীপুর শহরে রাস্তায়। মেদিনীপুর শহরে রাস্তায় মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে পুনরায় বিক্ষোভ করলেন শনিবার দুপুরে। নিজেদের ডিগ্রির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখালেন তারা জেলা শাসকের দপ্তরের সামনে। তারা জানালেন-” ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাতে পারবো। শান্তভাবেও যেমন বলতে পারি, রাজ্য কেউ জ্বালিয়ে দিতে পারি।”

শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাস্তায় ফের একইভাবে শুক্রবারের মতোই মিছিল নিয়ে বের হয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাগণ। তবে এবার তাদের প্রতিবাদী মিছিলে সঙ্গে ছিল তাদের পরিবারের ছোট বাচ্চারাও। তাদের কোলে নিয়ে বিক্ষোভ সামিল হলেন শিক্ষক শিক্ষিকা সকলে। এক শিক্ষিকা জানান-” ব্যাংকের লোন নিয়ে আমার বাড়ি করা আছে। আমি তো লোনের কিস্তি শোধ করতে পারবো না এবার। ফলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। রাস্তায় তো দাঁড়াতে হবে বাচ্চাকে নিয়ে সেই। এখন থেকেই তাই বাচ্চাকে নিয়ে রাস্তায় নামলাম।”

অনুরূপ দাবি আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা গ্রহণ সকলের। তবে সকলেই নমনীয় এমন নয়। ওরা রুদ্রমূর্তি যে তারা ধারণ করবেন রাজ্য সরকারের বিরুদ্ধে সেটাও দফায় দফায় বক্তব্য দিয়ে জানালেন তারা। তাদের দাবি-“সসম্মানে চাকরিতে যদি ফেরত না যেতে পারি, তাহলে কাউকেই ভালো রাখবো না। শান্তভাবেও যেমন বলতে পারি, তেমনি রাজ্যকেও জ্বালিয়ে দিতে পারি। ৭ই এপ্রিল মুখ্যমন্ত্রী যে ললিপপ দেওয়ার জন্য ডেকেছেন তাতে আমাদের কোন ভরসা নেই।”

Previous articleElephant attack: ​পরিকল্পিতভাবে হাতির দ্বারা ক্ষতি করা হচ্ছে চাষের, রাস্তা অবরুদ্ধ করে দিলেন কৃষকেরা
Next articleRamnavami : “বুক কাঁপলে আজকে রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে”-রামনবমী র‍্যালিতে বাইক নিয়ে বেরিয়ে বললেন দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here