Home Medinipur Live RGkar judgment: “অভয়া কাণ্ডের রায়-এ আমরা হতাশ, উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলন জারি...

RGkar judgment: “অভয়া কাণ্ডের রায়-এ আমরা হতাশ, উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলন জারি থাকবে”-মেদিনীপুরের জুনিয়ার ডাক্তাররা

50
0

মেদিনীপুর: সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ফের অভয়া কান্ড স্মরণ করে সরব হলেন সোমবার রাতে। অভয়া কাণ্ডে দোষীর শাস্তি ঘোষণার দিন অভয়ার মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করলেন অভয়াকে। এরপর জুনিয়র ডাক্তাররা বললেন -” এই ঘটনা যদি বিরল থেকে বিরলতম না হয় তাহলে আর কোন ঘটনা হতে পারে? এই কাণ্ডে যে বিচার হলো তাতে আমরা হতাশ। আমরা চাইবো সঠিক বিচারের দাবিতে অভয়ার পরিবার উচ্চ আদালতে যাবেন । উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সঞ্জয় রায় এর সাজা ঘোষণার পর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই কাণ্ডে সঠিক তদন্ত হয়নি বা সঠিক বিচার হয়নি বলে তারা মনে করেন। সংবাদমাধ্যমের সামনে তাই বিচার এর রায় নিয়ে বিরূপ মন্তব্য করেন।

উল্লেখ করা যায়, ৮ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগীনির মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে জুনিয়র ও সিনিয়ার চিকিৎসকদের বিরুদ্ধে। এই ঘটনায় সাতজন জুনিয়র চিকিৎসক ও ৬ জন সিনিয়র চিকিৎসক সাসপেন্ড হয়েছেন।

তবে জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন- তাদের ওপর ওঠা অভিযোগ ভিত্তিহীন। তাই তাদের ওপর সাসপেনশন প্রত্যাহারের করা হোক। শনিবার রাত থেকে সেই দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজে ধরনা অবস্থান জারি রেখেছেন তারা। তবে তাতে প্রশাসনিক সহানুভূতি বা বার্তা তারা পাননি। এর মাঝেই সোমবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে অভয়া স্মরণ করলেন তারা।

Previous articleCID investigation : ফের সিআইডি ! সুপার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে সোজা ঢুকলেন নার্সিং হোস্টেলে, সঙ্গে ক্যামেরা।
Next articleSuvendu Adhikari : বিজেপির ব্যানার ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল শুভেন্দুর,এলেন না বিদ্বজনেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here