Home Blog water crisis: পানীয় জলের দাবিতে জলের পাত্র নিয়ে চারঘন্টা রাজ্য সড়ক অবরোধ...

water crisis: পানীয় জলের দাবিতে জলের পাত্র নিয়ে চারঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

26
0

  

চন্দ্রকোনা: পানীয় জলের দাবিতে চারঘন্টা
ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের
চন্দ্রকোনা দু
নম্বর ব্লকের বসনছড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের
যাদবনগর এলাকায়। দীর্ঘ চেষ্টার পরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় পুলিস৷


তীব্র দাবদাহে যখন অতিষ্ট সাধারণ
মানুষ
,ঠিক সেই সময় বেশ কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে যাদবনগর এলাকার
বাসিন্দারা। একাধিক বার প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোন সূরাহা হয়নি বলে
অভিযোগ স্থানীয় মানুষদের । অবশেষে শুক্রবার চন্দ্রকোনা গড়বেতা রাজ্য সড়ক অবরোধ
করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন
রাস্তায়
হাঁড়ি কলশি বসিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। অবরোধের জেরে স্তবদ্ধ হয় চন্দ্রকোনা
গড়বেতা রাজ্য সড়ক। শুক্রবার সকাল ১০ টা থেকে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ থাকে ওই
রাজ্য সড়ক।

খবর পেয়ে ঘটনা স্থলে এসে উপস্থিত
হয়। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ
, পুলিশ এসে আশ্বাস দেওয়ায়
বেশকিছুক্ষণ পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।



Previous articleelephant clash: তিনদিনে মেদিনীপুর সদরে হাতির হানায় ক্ষতি ১০০ বিঘার ধান, হাতির পালকে সরাতে গিয়ে গভীর রাতে হেনস্থার শিকার হুলা টিম
Next articleIdol in pond: পুরনো পুকুর খোঁড়ার সময়ে উঠে এলো প্রাচীন মুর্তি,পুলিশের হাতে থেকে ছাড়িয়ে কীর্তন, শঙ্খ বাজিয়ে গ্রামবাসীরা নিয়ে গেল মন্দিরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here