Home Medinipur Live Madhyamik Exam: ভি ভি আই পি যত্ন, হুটার বাজিয়ে এসকর্টে পরীক্ষার্থীদের কেন্দ্রে...

Madhyamik Exam: ভি ভি আই পি যত্ন, হুটার বাজিয়ে এসকর্টে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর

104
0

মেদিনীপুর: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে কন্ট্রোল রুমের নাম্বার প্রকাশ করল জেলা প্রশাসন। পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। শিক্ষা দপ্তর ছাড়াও স্বাস্থ্য, বিদ্যুৎ, দমকল, পরিবহন এবং বনদপ্তরের নাম্বার প্রকাশ করা হয়েছে। মহকুমা এবং ব্লক স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। তবে পরীক্ষা ঘিরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা কনভেনার সুভাষ হাজরা জানিয়েছেন, “পরীক্ষার দিনগুলি সাউন্ড সিস্টেম পুরোপুরি বন্ধ থাকছে। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্স এবং কম্পিউটার দোকান বন্ধ রাখা হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা হলে গাড়ির ব্যবস্থাও করা হবে এবং পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তা সংস্কারের কাজ চললে ওই দিনগুলি কাজ বন্ধ রাখা হবে, যাতে কোনরকম যানজট সৃষ্টি না হয়। অসুস্থ পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে মেডিকেল টিম। সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও থাকছে।”

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথ মসৃণ রাখতে বৈঠকে বসেন বনকর্তারা। বন্যপ্রাণ দ্বারা পরীক্ষার্থীর যাতে কোন সমস্যা না হয় তার জন্য বনদপ্তরকেও সতর্ক করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে চাঁদড়া, পিড়াকাটা, ভাদুতলা, গোদাপিয়াশাল, আড়াবাড়ি, হুমগড়, গোয়ালতোড়, গড়বেতা রেঞ্জের বনকর্মীরা জঙ্গল রাস্তায় পাহারায় থাকার পাশাপাশি পরীক্ষার্থীদের গাড়িগুলিকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাওয়া-আসার সিদ্ধান্ত রয়েছে। এতে খুশি হাতি উপদ্রব জঙ্গলমহলের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।

জানা গিয়েছে, হাতির যাতায়াতের জঙ্গলের যেসব রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে, সেই রাস্তায় ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা পাহারায় থাকবেন। জেলার জঙ্গল পথে সমস্যা বলতে মূলত হাতির উপদ্রব। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি জানিয়েছেন, “যে সমস্ত জঙ্গলপথ দিয়ে পরীক্ষার্থীরা যাতায়াত করে, সেই পথগুলিতে বনকর্মীরা থাকবেন। পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাওয়া ও আসার জন্য থাকছে ঐরাবত গাড়ি।” তবে দল হাতি ছাড়াও বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দলছুট দাঁতাল। মাঝেমধ্যে জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে চলে আসে।

Previous articleGhatal : পরকীয়ার প্রতিবাদ করতেই মারুতিতে আগুন, চাঞ্চল্য
Next articleexcise raid: পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here