Home Ghatal Live Ghatal : ছাদের জল ফেলতে বারন করেছিল,কাকাকে কুপিয়েই মেরে ফেললো ভাইপো, অভিযুক্তদের...

Ghatal : ছাদের জল ফেলতে বারন করেছিল,কাকাকে কুপিয়েই মেরে ফেললো ভাইপো, অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে উত্তেজনা গ্রামবাসীর

85
0

ঘাটাল: বাড়ির ছাদ থেকে জল পড়বে কোনখানে। এই নিয়ে কাকা ও পাশের বাড়ির ভাইপোর সাথে তুমুল তর্ক বচসা চলছিল। তার মাঝেই কুড়ুল দিয়ে কাকাকে কুপিয়ে মেরে ফেললো ভাইপো। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ। ততক্ষণে গ্রামবাসীরা জানতে পেরে পুরো বাড়ি ঘেরাও করে দেয়। অভিযুক্ত ও তার পরিবারকে রক্ষা করাই চাপ হয়ে যায় পুলিশের কাছে। বাড়ি থেকে বের করে বাড়ি ছয় সদস্যকে পুলিশের গাড়িতে তোলার সময় ক্ষুব্ধ জনতার থেকে উদ্ধার করাই চাপ হয়ে গেল পুলিশের কাছে। গ্রামবাসীরা অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলতে আপ্রাণ চেষ্টা চালালো। শনিবার সকাল থেকে তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।



ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত ঘাটাল শহরের রঘুনাথচক এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুকুমার দোলুই (৫৭) এর সাথে  পাশের বাড়ির তার ভাইপো বাপন দোলুইয়ের বাড়ির ছাদের জল ফেলার জায়গা নিয়ে গন্ডগোল তৈরি হয়েছিল। শনিবার সকালে এই ঘটনা ঘটে ৷ কাকা-র বাড়ির জায়গাতে জোর করেই নিজের ছাদের জল ফেলার চেষ্টা করছিল সকাল থেকে বলে অভিযোগ ৷ প্রতিবাদ করাতে এর জেরে শনিবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় দুই পরিবারের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন-হঠাৎ করে কুড়ুলহাতে বাড়ি থেকে বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিল বাপন। সুকুমারের বাড়িতে ঢুকে সরাসরি কুপিয়ে দেয় তার কাকা সুকুমার বাবুকে। মাথায় ও বুকে কুপিয়ে দেয় বলে অভিযোগ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় সুকুমার দোলই এর।


এরপরে জানতে পেরেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন, স্থানীয় বাসিন্দা সুভাষ দলুই বলেন- ” ওরা বাবা-ছেলের সহ সপরিবারে এই ধরনের কাণ্ডকারখানা করেই থাকে। ওরা খুব নৃশংস। তাই পুলিশ ওদের নিয়ে কঠোর ব্যবস্থা নিক। সেই সঙ্গে যাকে খুন করেছে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্তের সমস্ত সম্পত্তি দিয়ে দিতে হবে। এটা আমাদের দাবি থাকছে”।



স্থানীয় প্রৌঢ়া যমুনা দলুই  জানান-“নৃশংস এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্ত যুবক ও তার বাবা খুবই অত্যাচারী। এলাকার অনেকের সাথে গন্ডগোল করে থাকে। কাকার বাড়িতে ওরাই জোর করে জল ফেলছিল। তাই কাকা প্রতিবাদ করেছিল বলে তাকে এভাবে কুপিয়ে খুন করে দিল। আমরা ওদেরকেও মেরে ফেলা হোক- চাই এটা। “

ঘটনার পরে সেখানে হাজির হয়ে যায় ঘাটাল থানার পুলিশ। ততক্ষণে প্রচুর গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদের বাড়িতে চড়াও হওয়ার উপক্রম তৈরি হয়। পুলিশ পুরো বাড়ি ঘিরে ধরে অভিযুক্তদের পরিবারকে রক্ষা করার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর অভিযুক্ত যুবককে যখন গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ, তখন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চূড়ান্ত চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।মহিলারা গাড়ি থেকে অবিযুকদের বের করে মারা চেষ্টা করে ৷ ক্ষুব্ধ মহিলাদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে দীর্ঘক্ষণ ধরে।

#Ghatal, #Ghatal murder, #Ghatal incident, #Paschim Medinipur,#Medinipur town, #Medinipurlive, #Ghatal police,

Previous articleEmployment : শুধু চাকরি নয়,শিল্প উদ্যোগী হৌন বেকার যুবক-যুবতীরা: শিল্প সিনার্জীতে আহবান মন্ত্রীর
Next articleAccident : রাস্তার পাশে দাঁড়িয়ে লরি, বেপরোয়া গিয়ে পেছন থেকে ধাক্কা যাত্রীভর্তি বাসের, দুর্ঘটনা কেশপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here