Home Medinipur Live Medinipurlive: অনুষ্ঠান বাড়িতে দুই বেয়াই-এর মদ্য পান, দুজনেই একসাথে শেষ

Medinipurlive: অনুষ্ঠান বাড়িতে দুই বেয়াই-এর মদ্য পান, দুজনেই একসাথে শেষ

83
0

গড়বেতা: একটি শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে দুই বেয়াই হাজির হয়েছিলেন ৷ অনুষ্ঠানের ফাঁকে দুজনেই মদে গলা ভেজানোর প্রস্তুতি শুরু করেছিলেন ৷ সকালে বাড়ির পাশে বসে একটি করে গ্লাসে ঢেলে নিয়ে দুজনেই শুরু করেছিলেন পান করতে ৷ আর্ধেক গ্লাস শেষ হওয়ার আগেই দুজনেই ঢলে পড়েন ৷ দ্রুত তাদের দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিত্সকেরা একজন সাথে সাথেই মারা গিয়েছে বলে জানিয়ে দেয়, অপরজন পরে মারা যান ৷ দুজনেই ষাটোর্ধ বয়সের বাসিন্দা ৷

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়াসাই গ্রামে।জানাযায় উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষন রুইদাসের বাড়ীতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে একদিন আগেই সন্তু ও গণেশ রুই দাস হাজির হয়েছিলেন ৷ রাতে থেকে পরদিন দুই বেয়াই একসাথে গল্প করতে করতে মদের আসর বসিয়েছিলেন ৷ কেশপুরের মুগবাসান এলাকার বাসিন্দা সন্তু রুইদাশ এবং গড়বেতার বাসিন্দা গনেশ রুইদাস এসেছিলেন৷

সন্তু এবং গনেশ সম্পর্কে বিয়াই হয়। রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর পরদিন তাঁদের বাড়ি ফেরার কথা ছিল।তার আগে মদের আসর বসিয়ে পান করতে গিয়ে বিষাক্ত মদে অসুস্থ্য হয়ে পড়েন৷ হঠাৎ একই সঙ্গে দুই বিয়াইয়ের শারীরিক অসুস্থতাবোদ করলে নিয়ে আসা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের কর্মরত চিকিৎসক সন্তু রুইদাসকে মৃত বলে ঘোষণা করে, অপরদিকে গণেশ রুইদাসের চিকিৎসা শুরু করে, কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান।

ওই বোতলে বিষাক্ত মদ ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন মৃতের পরিজনরা। দুই বিয়াইএর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যে চন্দ্রকোনা থানার পুলিশ হাসপাতাল থেকে দুটি মৃতদেহকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতদেহ ময়নাতদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে বলে পলিল সূত্রে জানা গিয়েছে।পুলিশের পক্ষ থেকে মদ কেনার স্থান খোঁজ শুরু করেছে ৷

Previous articleMedinipur Live: রাত এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে আনন্দ ! চারজনকে গ্রেফতার করল রেল পুলিশ
Next articleGhatal : বিশাল মাটির বাড়ি ভেঙে পড়লো হুড়মুড়িয়ে,আগাম পালিয়ে রক্ষা পরিবারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here