Home Ghatal Live TMC clash : সংসদ দেব এর উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ,...

TMC clash : সংসদ দেব এর উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত হলেন কয়েকজন, বৈঠক ছাড়লেন দেব

135
0

ঘাটাল: ঘাটাল উৎসব ও শিশু মেলা উপলক্ষে একটি বৈঠকের আয়োজন ছিল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে। সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন সাংসদ দেব। তার উপস্থিতির আগেই হাজির হয়েছিল দেব এর অনুগামী তৃণমূল কর্মীরা। সেই সঙ্গে তৃণমূলের অপরগোষ্ঠী তথা প্রাক্তন বিধায়ক শংকর দলুই এর লোকেরা হাজির ছিল। বৈঠক শুরুর মুহূর্তে দেব প্রবেশের পরেই তৃণমূলের ওই দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। দেব ভেতরে থাকা অবস্থাতেই ফলের ভিতরে ধস্তাধস্তি মারপিট হয়। এরপরে বাইরে ওর থাকা বাস ও লাঠি নিয়ে একে অপরকে মারতে থাকে। মুহূর্তে রক্তারক্তি কান্ড হয়ে যায়। উত্তেজনা এমন আকার ধারণ করে, দেব দ্রুত ওই বৈঠক ছেড়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করতে হয়েছে সেখানে।



উল্লেখ করা যায়, ঘাটাল উৎসব ও শিশু মেলা এবারও আয়োজিত হচ্ছে ঘাটালে। প্রতিবারই সেই মেলার আয়োজক কমিটির একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন সাংসদ দেব। থাকেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও। এবারে দেব ও মহকুমা শাসক কে কমিটিতে না রেখেই নির্ধারিত সময়ের আগেই বৈঠক করে শঙ্কর দলুই কমিটি গঠন করে ফেলেছেন গত চার দিন আগে। তারপরেও একটি বৈঠক হওয়ার কথা ছিল রবিবার দুপুরে ঘাটাল স্টেডিয়ামে। সেখানে হাজির হয়েছিলেন সাংসদ দেব। সেখানেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটলো।


 তৃণমূলের স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের প্রভাব পড়েছে এই কমিটি গঠনে। এ দুটি কমিটি হলো, একদিকে সংসদ দেব এর অনুগামী সহ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের কর্মীরা। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুই এর অনুগামী তৃণমূল কর্মীরা। এই দুটি গোষ্ঠীর গন্ডগোলের ঘটনা এর আগে বহুবার প্রকাশ্যে এসেছে। দেবের বিরুদ্ধে শংকর দোলোইয়ের বিষোদগার অডিও ভাইরাল পর্যন্ত হয়েছিল। দল কোনোভাবে সামাল দিয়েছিল। তবে এবার দেবের সামনেই সংঘর্ষ এত বেশি তৈরি হলো অপ্রস্তুত দেব বৈঠক বাতিল করে বেরিয়ে গেলেন। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে সংঘর্ষ সামাল দিতে হয়েছে।



তবে এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই বলেন- “ আমি বুঝতে পারিনি আগে থেকে৷ এটা পরিকল্পিত গন্ডগোল বাধানো হয়েছে ৷ এটা একটা ষড়যন্ত্র৷” তবে বিষয়টি রাজ্য নেতাদের জানানো হচ্ছে বলে দলের জেলা সভাপতি আশীষ হুদায়ীত জানিয়েছেন ৷

 

Previous articleAccident : ভোরের বেলা চালকের চোখে ঘুম, রাস্তার পাশে ফুল ব্যবসায়ীদের উড়িয়ে নিয়ে গেল ডাম্পার
Next articlepollution : মেটালিকস কারখানা দূষণ ছড়াচ্ছে, দূষণে আক্রান্ত রোগীদের নিয়ে আন্দোলনের উদ্যোগ খড়গপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here