Home Blog Vote : ভোট দিতে এলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি, ভোটারদের প্রভাবিত...

Vote : ভোট দিতে এলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

145
0

গুড়িগুড়িপাল : ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকায়।

ছবিতে দেখা যাচ্ছে,লোহাটিকরি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকার করেছেন।

মেঘনাথ নায়েক নামে এক তৃণমূল কর্মী বলেন, সকাল থেকেই এই বুথ এলাকার ভোটারদের চানাচুরি মুড়ি দেওয়া হচ্ছে।

বিজেপির পক্ষ থেকে দাবি-পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস বলেন-” এভাবে পুরো বিধানসভায় এলাকা জুড়ে বহু জায়গাতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। সবখানেই এভাবে ভুল পথ দিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছে তৃণমূল। প্রতিটি নির্বাচনে এটা ওদের সংস্কৃতি।”

তবে তৃণমূলের প্রার্থী সুজয় হাজেরা এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দিন বলেন-” এমন ঘটনা কোথাও ঘটেনি। বিভিন্ন জায়গাতে মিথ্যে অভিযোগ এনে নিজেদেরকে সামনের স্বার্থে রাখার চেষ্টা করছে। ওরা জানে ওরা হারবে । তাই আগাম গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে।

Previous articleSuvendu Adhikari : “সকাল থেকেই বিজেপি কর্মীরা অবরোধের জন্য প্রস্তুত থাকছে, সন্ধায় ঘেরাও হচ্ছে পুলিশ সুপারের অফিস”: শুভেন্দু অধিকারী
Next articleElection : জঙ্গল পথে ঠাঁই দাঁড় করিয়ে রেখে দিলেন বনকর্মীদের! ভোট কেন্দ্রে অন্য পথ ধরলেন ভোটাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here