Home Medinipur Live Ghatal: ২৫ হাজার কর্মীর জন্য কুইন্টাল কুইন্টাল মাছ-মাংস,এলাহী আয়োজন ঘাটাল টিএমসি-র

Ghatal: ২৫ হাজার কর্মীর জন্য কুইন্টাল কুইন্টাল মাছ-মাংস,এলাহী আয়োজন ঘাটাল টিএমসি-র

19
0

ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে আজ ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে কর্মীর সভার আয়োজন করা হয়েছে৷ ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু নিয়ে ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে যে প্রচার শুরু করবেন কর্মীরা, তারই প্রশিক্ষন শিবির৷ যেখানে এইজেলার ২৫ হাজার কর্মী হাজির হবেন ৷প্রশিক্ষন দেবেন নেতা মানস ভুঞা সহ অজিত মাইতি,শিউলি সাহা-রা ৷ নির্বাচনী দামামা বাজাতে প্রথম যে সভা হবে সেখানে আয়োজন এলাহি ৷ ২৫ হাজার কর্মীর জন্য কয়েক কুইন্টাল মুরগি মাংস ও মাছ রান্না হচ্ছে ৷ সঙ্গে থাকছে ডাল, চাটনি, পটলের রসা৷ ব্লক টিএমসি সভাপতি দিলীপ মাঝি বলেন- প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী জুটবে, কাউকে না খাইয়ে ছাড়া হবেনা৷

রাজ্য স্তর থেকে জেলা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নতুন সভাপতি ঘোষণা  হয়েছে কয়েকদিন আগেই৷ জেলা তৃণমূলের সভাপতি হয়েছেন অজিত মাইতি, তিনি আবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার তৃণমূল বিধায়ক।  অজিত মাইতি দায়িত্ব পাওয়ার পরেই এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলায় এত বড় কর্মী সভার আয়োজন করা হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে ঘাটালের বিদ্যাসাগর স্কুল মাঠে৷ এই কর্মী সভায় কর্মী সমর্থকদের জন্য এলাহী মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

এই কর্মী সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী থেকে শুরু করে একাধিক জেলা নেতৃত্ব সহ বিধায়কেরা। সভা ঘিরে চরম পর্যায়ের প্রস্তুতির ছবি উঠে এলো। ২৬ এর নির্বাচনের সামনে রেখে তৃণমূলের এই কর্মী সভার আয়োজন বলে জানায়ায়।অজিত মাইতি জানিয়েছেন- সভা থেকে প্রথম বার্তাই হবে আমরা কেউই নেতা না, সকলেই কর্মী , তাই একজোট হতে হবে সর্বাগ্রে ৷ তারপর দলের কর্মসুচী ৷

YouTube player
Previous articleGurguripal: জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর সদরে
Next articleForest depertment: অবৈধভাবে মোরাম তোলার অভিযোগে অভিযান বন দপ্তরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here