Home National News Train accident : ফের ট্রেন দুর্ঘটনা! মালগাড়ি-এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আগুন তামিলনাড়ুতে

Train accident : ফের ট্রেন দুর্ঘটনা! মালগাড়ি-এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আগুন তামিলনাড়ুতে

98
0

Medinipur Live: উৎসবের পরিস্থিতির মাঝেই এর বড়সড় রেল দুর্ঘটনা তামিলনাড়ুতে (Tamil Nadu)। মাল গাড়ির পেছনে এসে সজোরে ধাক্কা মেরেছে এক্সপ্রেস ট্রেন (Train collision)। এর জেরে লাইনচ্যুত হয়ে গিয়েছে দুটি বগি। শুধু তাই নয়, সংঘর্ষের পরে আগুন ধরে গিয়েছে এক্সপ্রেস ট্রেনটিতে(Express train)। প্রাথমিকভাবে দশজন আহত হওয়ার খবর মিলেছে। তৎপরতা শুরু হয়েছে রেলওয়ের। দুর্ঘটনার কারণ কি ? তা জানতে নানা রকম তদন্ত শুরু করে দিয়েছে সাথে সাথে রেলওয়ে (Railway)।

এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাভারাপেট্টাই স্টেশনে(Kavarapettai station)। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে- স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি (Goods train)। দারভাঙ্গা গামী এক্সপ্রেস (Darvanga express) প্রচন্ড জোরে এসে ওই দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা মেরেছে। শুক্রবার রাত  আটটা পঞ্চাশ নাগাদ এই দুর্ঘটনায় চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে সর্বত্র। সংবাদ সংস্থা এনআই(ANI) সূত্রে জানা গিয়েছে- মাইসুর (mysore) থেকে পেরাম্বুর (Perambur) হয়ে দ্বারভাঙ্গা যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি। রেলওয়ের সঙ্গে সঙ্গে টিরুভাল্লুর (Tiruvallur) পুলিশ উদ্ধার প্রক্রিয়ায় যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমে পড়েছে।

দুর্ঘটনার পরে এই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, এনডিআর, এসডিআর, রেলওয়ে(NDRF,SDRF,Police) উদ্ধারকারী বাহিনী, এবং স্থানীয় তিরুভাল্লুর পুলিশ হাজির হয়ে গিয়েছে। দুর্ঘটনার পেছনের কারণ সিগন্যাল সমস্যা নাকি কোন চালকের গাফিলতি সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। আপাতত দুর্ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Previous articleRGKar protest : ধর্মতলাতে অষ্টমিতেও মহাসমাবেশ ! এবার বেসরকারি হাসপাতালগুলিতেও কর্মবিরতি শুরু
Next articleDasera : ড্রোনে চেপে হনুমান উড়লো রাবণের মাথার উপর দিয়ে, বিরল দশেরা উৎসব খড়্গপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here