Home Blog train accident :কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু খড়্গপুরে

train accident :কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু খড়্গপুরে

36
0

 

খড়গপুর:- কানে হেডফোন লাগিয়ে
লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনা
সোমবার  সকালে খড়গপুরের খরিদা রেলগেটে
ঘটেছে দুর্ঘটনাটি। এর পর এক ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রেলগেট।

 জানা গিয়েছে, সোমবার সকালে
খরিদায় রেলগেট বন্ধ হওয়ার পর কানে হেডফোন লাগিয়ে লাইন পারাপারের চেষ্টা করে
সাহিল আগারওয়াল (৪৫) নামে এক ব্যক্তি। সেই সময় হঠাৎই ভেতরে থাকা দুটি লাইনের
একটি লাইনে হাওড়া মেদিনীপুর লোকাল
, অপর একটি লাইনে
মেদিনীপুর হাওড়া লোকাল চলে আসে। সেই সময়ই একটি ট্রেনের ধাক্কায় খরিদা গেটের
সামনেই পড়ে যায় ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর প্রায় এক
ঘণ্টা পর রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

দীর্ঘক্ষণ গেটের সামনেই দেহ পড়ে
থাকায় বন্ধ থাকে রেলগেট। রেলগেট বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়।
ঘটনা টি ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির
বাড়ি  খড়্গপুরের মালঞ্চ এলাকায়।


Previous articlejangalmahal :মহড়া চলাকালীন মিগ-২৯ থেকে পড়ে গেল সন্দেহজনক ধাতব বস্তু, গোয়ালতোড় এর জঙ্গলে বোমাতঙ্ক
Next articleAbhishek Banerjee: নবজোয়ার যাত্রাতে জঙ্গলমহলে ‘অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়’ দুজনেই,পাল্টেগেল নবজোয়ারের যাত্রাপথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here