Home Blog Thunder death : অল্প বৃষ্টিতেই বজ্রপাত, মাঠেই মৃত্যু হল তিনজনের, বজ্রাহত আরও...

Thunder death : অল্প বৃষ্টিতেই বজ্রপাত, মাঠেই মৃত্যু হল তিনজনের, বজ্রাহত আরও তিন

27
0

 

কেশপুর: মাঠে পাট কাটতে গিয়ে
খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য সদস্যা। হালকা বৃষ্টির
তোয়াক্কা না করেই কাজ করার চেষ্টা করছি
লেন। অতর্কিত সেখানেই
বজ্রপাত। ঘটনাস্থলে মৃত্যু হল দুজনের। বজ্রপৃষ্ট হ
য়ে আহত
অবস্থায় চিকিৎসাধীন আরও তিন। অপর আর
একটি স্থানে মাঠে গরু
চরাতে গিয়ে বজ্রপৃষ্ঠ হয়ে মৃত্যু হল আরও এক মহিলার। প্রথম ঘটনাটি কেশপুরে ঘটেছে
শুক্রবার দুপুরে
, অপরটি জেলার
চন্দ্রকোনায়।

 

কেশপুরের ভোলসারাপাতা এলাকায়
প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর বারোটা নাগাদ। স্থানীয় গ্রামের দোলাই পরিবারের
সদস্য সদস্যরা একসঙ্গে মাঠে পাট কাটার কাজ করছিলেন। পাট কাটার মাঝে মাঠেই একটু
টিফিন করে বিশ্রাম নিচ্ছিলেন সকলে। ওই সময় হালকা বৃষ্টি শুরু হয়। কোন কিছু ভেবে
ওঠার আগেই হঠাৎ বজ্রপাত সেখানে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সকলেই। তাদের উদ্ধার করে
কেশপুর
গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দুজনকে মৃত
বলে ঘোষণা করা হয়। মৃতেরা হলেন মমতা দলুই (২৩) খোকন দলুই (২৭)
, বাকি একই পরিবারের আরও তিনজনকে চিকিৎসার জন্য সেখান থেকে রেফার করা হয়
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।


অন্যদিকে জেলার চন্দ্রকোনা টাউন
থানার অন্তর্গত বান্দিপুর গ্রামে মাঠে গরু চরাতে গিয়েছিলেন এক মহিলা। তুলসী
শীট(৫০) নামে ওই মহিলার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


Previous articleGhatal: ভরা বর্ষা এখনো নেই, ডেঙ্গুর প্রকোপ ঘাটালে, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে জরুরি বৈঠক জেলা শাসকের
Next article21 July : শহীদ সমাবেশ ফেরত তৃণমূল কর্মীদের বাস দুর্ঘটনা খড়্গপুরে, মৃত্যু হল একজনের, আহত ৫০ অধিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here