খড়গপুর: বিপুল পরিমাণে ক্যান বিয়ার নিয়ে ট্রেনে করে হাজির হয়েছিল তিন যুবক। প্যাকেট দেখেই সন্দেহ করেছিল কর্তব্যরত জিআরপি। পরীক্ষা করতেই বেরিয়ে আসে কয়েকশ ক্যান। তিন যুবককে গারদে ভরে বিয়ারগুলি বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শালিমারে।
জিআরপির খড়গপুর বিভাগের কর্তারা জানিয়েছেন -ঘটনাটি ঘটেছে ১৮ই অক্টোবর শুক্রবার। শালিমারে তিন যুবককে সন্দেহজনক চোখে দেখছিল শুরু থেকেই কর্তব্যরত জিআরপি পুলিশ কর্মীরা।তাদেক কাছে বড়া বড়ো প্যাকেট ছিল ৷ এরপরে তাদের কি জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে থাকা জিনিসপত্র পরীক্ষা করে। ধরা পড়ে তাদের বড় বড় প্যাকেটে রাখা রয়েছে প্রচুর পরিমাণে ক্যানবিয়ার। তার বৈধ কাগজপত্র দেখতে চান ওই আধিকারিকরা। কিন্তু তা দেখাতে পারেনি ওই তিন যুবক। ফলে অবৈধভাবে ওই সমস্ত জিনিস নিয়ে ট্রেনে যাতায়াত করার অপরাধে, বেআইনি কাজ কর্মের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়। এবং তাদের নিয়ে যাওয়া হয় শালিমার জিআরপি অফিসে। নির্দিষ্ট একটি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত বিয়ারগুলি।
উল্লেখ করা যায় খড়গপুর ডিভিশনের রেল পুলিশ বেশ কয়েকবারই গত কয়েক মাসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে গাঁজা ও বিভিন্ন জিনিস পাচার করার ক্ষেত্রে। রেলপথে নির্বিঘ্নে এই সমস্ত জিনিসপত্র পাচার করা যাবে মনে করে দুষ্কৃতীরা বেশ কয়েক দফায় এক্সপ্রেস ট্রেন পর্যন্ত ধরে যাওয়ার চেষ্টা করেছিল। খড়্গপুরে বেশ কয়েক দফায় তা বাজেয়াপ্ত করেছিল জিআরপি। এবার বাজেয়াপ্ত হল শালিমারে