Home Medinipur Live Madhyamik: একদিনেই জন্ম তিন ভাইয়ের,মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে একদিনে, একই পরীক্ষা কেন্দ্রে

Madhyamik: একদিনেই জন্ম তিন ভাইয়ের,মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে একদিনে, একই পরীক্ষা কেন্দ্রে

58
0

মেদিনীপুর: মেদিনীপুর শহর সংলগ্ন খয়েরুল্লা চক এলাকার বাসিন্দা প্রবীর দাশগুপ্তের তিন সন্তান। তিনজনেই ছেলে, তিনজনেরই জন্ম একই দিনে। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা তিনজনেই একই সাথে একই পরীক্ষা কেন্দ্রে। তিন ভাই দেখতে কাছাকাছি একই রকমেরও। এই তিন পরীক্ষার্থীকে একসঙ্গে পরীক্ষা দেওয়াকে ঘিরে কৌতুহল অনেকের। প্রথম দিন নির্বিঘ্নে ভালো পরীক্ষা দিয়েছে বলে তারা জানালেন। গেলেন দ্বিতীয় দিনের জন্য।

 বাবা প্রবীর দাস গুপ্ত পেশায় একজন স্বাস্থ্যকর্মী। স্ত্রী মনিকা দাস গুপ্ত। একজন সাধারণ গৃহবধূ। ২০০৮ সালে তিন সন্তানের একসঙ্গে জন্ম হয়েছিল। তবে সেই সময়টা খুব কঠিন সময় ছিল। তিন সন্তানের মা মনিকা দেবী গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন জন্মের আগে থেকেই। মনিকা দেবী জানান-” আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। বলা ভালো ওই সময় আমার পুনর্জন্ম হয়েছে। এই তিন সন্তান একত্রে জন্ম হয়েছিল। তিনজনেই একে অপরের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পড়াশোনা ভালোই করে তিনজন। একই স্কুল থেকে পড়াশোনা করে একই পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা ভালো হচ্ছে বলেই জানিয়েছে তারা।”

এই তিনজন হলেন সাগ্নিক দাশগুপ্ত সৈকত দাসগুপ্ত ও সম্রাট দাসগুপ্ত। তিনজনেই লাজুক স্বভাবের। সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষা ভালো ভাবেই হয়েছে বলে তারা জানিয়েছে। মঙ্গলবার সকালেও বাকি পরীক্ষাগুলির জন্য তাদের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে। যেন চরমভাবে ব্যস্ত তারা তিন ভাই। বাবা মা সকলেই তাদের জন্য অন্ত প্রাণ এই পরীক্ষায় অন্তত সাহায্য করার জন্য। তিনজনেরই ইচ্ছা আগামী দিনে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করবে।

Previous articleMadhyamik : পরীক্ষার হলে ঢোকার মুখে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আন্দোলনের “চিরকুট” ধরালো এসএফআই
Next articleMysterious fire: হঠাত্ হঠাত ভূতের আগুন, উপদ্রবে নাজেহাল মেদিনীপুরের বাসিন্দারা, পথ খুঁজতে হাজির আধিকারিকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here