Home Medinipur Live Hiraan Chatterjee :”রাজ্যপালের পরিবর্তন প্রয়োজন, তাহলেই রাজ্যের বিরাট পরিবর্তন হবে”-হিরন চ্যাটার্জি

Hiraan Chatterjee :”রাজ্যপালের পরিবর্তন প্রয়োজন, তাহলেই রাজ্যের বিরাট পরিবর্তন হবে”-হিরন চ্যাটার্জি

48
0

মেদিনীপুর: রাজ্যে বর্তমান একাধিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন বর্তমান রাজ্যপালের বিরুদ্ধে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জী।। মেদিনীপুরে এক কর্মসূচিতে এসে তিনি সাংবাদিকদের সামনে বলেই ফেললেন-” কেরলের বাসিন্দা এই রাজ্যপাল এখন অ-আ-ক-খ শিখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছেন। উনি এখানকার কিছুই জানেন না। রাজ্যে এত হিংসা দুর্ঘটনা ঘটেছে, সেসব না দেখে উনি এখন উল্লাসিত হয়ে মুখ্যমন্ত্রীর কাছে অ আ ক খ শিখছেন। তাই রাজ্যের শান্তি ফেরাতে এই রাজ্যপালের পরিবর্তন প্রয়োজন।”

মেদিনীপুর শহরে এসএসসি ইস্যুতে একটি প্রতিবাদ কর্মসূচির জন্য হাজির হয়েছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হীরণ চ্যাটার্জী। কিন্তু কর্মী সমর্থকদের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি ছিলেন না। বেশ কিছু কারণে সে কর্মসূচি বাতিল করতে হয় হিরন চ্যাটার্জিকে। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মেদিনীপুর শহরে।

একাধিক ইস্যুতে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। যার মধ্যে প্রথমেই ছিল এসএসসি ইস্যু। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করার পর রাজ্যের অস্থির পরিস্থিতির প্রসঙ্গে রাজ্যপালকেও দুষলেন।

হিরন বলেন-” এই রাজ্যের রাজ্যপাল এখানকার নন উনি কেরলের বাসিন্দা। অ আ ক খ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পড়ে থাকেন। ওনার সময় নেই রাজ্যে যে হিংসা, রক্তবন্যা বয়ে যাচ্ছে তা দেখার। তাই এই রাজ্যপাল চলে গেলে রাজ্যের বিরাট উন্নয়ন হবে। এর আগে ধনকর বাবু রাজ্যপাল হিসেবে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমান রাজ্যপাল এত কিছু ঘটার পরেও উল্লাসিত হয়ে মুখ্যমন্ত্রীর কাছে অ আ ক খ শিখতে যাচ্ছেন। রাজ্যের শান্তি ফেরাতে এই রাজ্যপালের পরিবর্তন প্রয়োজন এখনই। না হলে ওনার ঘুম ভাঙছে না।”

YouTube player

একই সঙ্গে এদিন খড়গপুর শহর থেকে দিলীপ ঘোষের বাংলো থেকে সরানো প্রসঙ্গে তিনি বলেন-” মুখ্যমন্ত্রীর পরিবার বর্তমানে কালি ঘাটে যেখানে থাকেন, সেই জায়গার জমিটাতে কতটা দখল করে রয়েছেন সেটার হিসেব আগে দিন। তারপরে না হয় খড়্গপুরের দিলীপ ঘোষের বাংলোর হিসেব দেওয়া হবে।।”

Previous articleChandrakona: পরপুরুষের সাথে পালিয়েছে মা, চারবছরের শিশুকে বোঝাতে জীবিত মা-এর শ্রাদ্ধ ছেলেকে দিয়েই
Next articleforest: ২৪ ঘন্টার মধ্যে জঙ্গল থেকে চুরি করা কাঠ ফেরত দিতে হবে, না হলেই গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here