Home Ghatal Live Chandrakona: গৃহস্থের বাড়িতেই মুদি দোকানের আড়ালে চোলাই মদের ব্যবসা, গ্রামের মহিলারা হঠাৎ...

Chandrakona: গৃহস্থের বাড়িতেই মুদি দোকানের আড়ালে চোলাই মদের ব্যবসা, গ্রামের মহিলারা হঠাৎ অভিযান চালিয়ে তছনছ করলো সব।

113
0

চন্দ্রকোনা: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাচকা গ্রামের।গ্রামের মহিলাদের অভিযোগ,বাচকা গ্রামের বাসিন্দা অসিত ভূঁইয়া নামের এক ব্যক্তির তার বসতবাড়ির সাথে রয়েছে ভুষিমাল দোকান।বেশ কয়েকদিন ধরে অসিত ভূঁইয়া তার বাড়িতে রমরমিয়ে চোলাই পাউচ মদের ব্যবসা করছেন।এমনকি অসিত ভূঁইয়ার থেকে মদ কিনে তার বাড়িতেই চলে চোলাই মদের আসর। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে, হামলা চালায় গ্রামের মহিলারা। প্রচুর পরিমাণে চোলায় মদ উদ্ধার করে নষ্ট করেন মহিলারা। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।



বাচকা গ্রাম থেকে একপ্রান্তে নির্জন জায়গায় বাড়ি হওয়ায় চোলাই মদের কারবার টের পাননি অনেকেই।গ্রামের মহিলাদের দাবি,গ্রামে আরও চোলাই কারবার চলতো সেগুলো তারা বন্ধ করলেও এই অসিত ভূঁইয়ার চোলাই কারবার শুরু হওয়াতে অন্যরা পুনরায় ব্যবসা শুরু করেছে।গ্রামের মহিলাদের আরও দাবি,গ্রামে চোলাই মদের কারবারের জেরে মাতালের উৎপাত থেকে চুরি বেড়ে চলেছে।এমনকি গ্রামের নাবালক ছেলেরাও চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে।তাই প্রশাসন দ্রুত চোলাই মদ বন্ধে তৎপর হোক এবং চোলাই কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।যার বিরুদ্ধে চোলাই মদের ব্যবসার অভিযোগ সেই অসীত ভূঁইয়া অবশ্য অদ্ভুত দাবি করেছেন। তার দাবি-তার বাড়িতে কোনো চোলাই মদ বিক্রি হয়না,এসবের সাথে তিনি যুক্ত নন।


তাহলে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া পাউচে চোলাই মদ এবং বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাউচের প্যাকেট আসলো কি করে?ওই ব্যক্তির দাবি,বাড়িতে কেউ না থাকলে তার বাড়িতে কেউ বা কারা মদ খেয়ে চলে যায়।মঙ্গলবার সন্ধ্যায় বাচকা গ্রামের মহিলারা অসিত ভূঁইয়ার বাড়িতে চোলাই ঠেকে অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার পাউচে ভর্তি চোলাই মদ উদ্ধার করে নষ্ট করেন৷



পাশাপাশি বাড়ির চারপাশে এমনকি উনানশালে উনানের ভিতরও টের পেয়ে লুকিয়ে রাখা চোলাই পাউচও উদ্ধার হয়।চোলাই কারবারির সাথে গ্রামের মহিলাদের রীতিমতো তুলকালাম বেঁধে যায় চোলাই মদ বন্ধ করতে গিয়ে।এখন দেখার আবগারি দপ্তর কি পদক্ষেপ নেয় চন্দ্রকোনার বাচকা গ্রামের এই ঘটনায়।

Previous articleBangladesh: আন্তর্জাতিক উরুষ উৎসবে এবার বাংলাদেশের পুন্যার্থীদের ট্রেনে নিষেধাজ্ঞা, স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠালো বিজেপি
Next articleFootpath: সবজি দোকানের আড়ালে ফুটপাত দখল, লাল চোখে নামলো পুলিশ ও পৌরসভা,বাজেয়াপ্ত দোকান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here