Home Medinipur Live Jangalmahal : পুজোতে রঙিন আলোর রোশনাই নয়, সারারাত মশাল হাতে গ্রাম পাহারায়...

Jangalmahal : পুজোতে রঙিন আলোর রোশনাই নয়, সারারাত মশাল হাতে গ্রাম পাহারায় জঙ্গলমহলের বাসিন্দারা

82
0

চাঁদড়া: দীপাবলিতে আলোর রোশনাই মেতে উঠেছে মানুষজন। কোথাও রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে বাড়ি, কোথাও আবার আতশবাজির ঝলকানি চোখে পড়ছে। এরই মাঝে অন্য চিত্র দেখা গেল জঙ্গলমহলের একটি অংশে। যেখানে আতশবাজির আলোর ঝলকানি নেই। তবে মশালের আলোয় আলোকিত বিভিন্ন এলাকা।



 এই সময়টাতে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের মানুষজন মেতে উঠে বাঁদনা বা সহরায় পরবে। আর সেই পরবের মাঝেই মেদিনীপুর সদরে হাজির দলমার দাঁতালরা। গত বুধবার মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে ডেরা বেঁধেছে। বিকেল হলেই হেতাশোল, ডুমুরকোঠা, ভ্রমরমারা এলাকার ধান জমিতে নেমে পড়ে। স্থানীয়রা মশাল জ্বালিয়ে হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরত পাঠায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে ৩৫ টি হাতি রয়েছে ওই পালে।


 বেশ কয়েকদিন ধরে শালবনী এবং গোয়ালতোড়ের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়েছে। বুধবার চাঁদড়ার ওই জঙ্গলে প্রবেশ করে। বাঁদনা পরবের সময়ে হাতির পালের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এই সময় সারারাত ধরে বিভিন্নরকম অনুষ্ঠান থাকে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাতির পালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। যে কোন সময় বিপদ ঘটতে পারে! তবে হাতির পালকে সরানোর জন্য তৎপর বনদপ্তর।




বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুবকরা পরবের আমেজ ছেড়ে মশাল হাতে নেমে পড়েছে এলাকা থেকে হাতির পালকে সরাতে। জানা গিয়েছে, সন্ধ্যে নামার আগে হাতির পালকে অন্য জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তবে হাতির পাল না সরাতে পারলে পরবের অনুষ্ঠান পুরোটাই মাটি হবে বলে আশঙ্কা স্থানীয় জঙ্গলমহলের বাসিন্দাদের।

Previous articleMedinipur : মেদিনীপুরে বিজেপির কার্যালয় ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনা রাতে, চন্দ্রকোনায় তছনছ তৃণমূল কার্যালয়
Next articleKalipuja : কালী পুজোতে বাড়ির ছাদে জুয়া-মদের আসর, দরজা বন্ধ করে ধরল ১৩ জনকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here