Home Medinipur Live Medinipur Medical : মেদিনীপুর হাসপাতালে মৃত মামনি রুইদাসের সদ্যোজাত সন্তান অসুস্থ !...

Medinipur Medical : মেদিনীপুর হাসপাতালে মৃত মামনি রুইদাসের সদ্যোজাত সন্তান অসুস্থ ! ভর্তি করা হলো হাসপাতালে

87
0

মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে কয়েকদিন আগে মারা গিয়েছেন মামনি রুইদাস। তবে সিজার করে তার একটি পুত্র সন্তান হয়েছিল। মা হারা সেই সন্তানকে বাপের বাড়ির লোকেরা নিয়ে গিয়ে পালন করছিলেন। কিন্তু গত দুদিনের ঠান্ডা লেগে চরম সংকটময় পরিস্থিতি তৈরি হয়। সোমবার বেলা ১২ টা নাগাদ তাকে জটিল পরিস্থিতি অবস্থায় ফের ভর্তি করা হলো মেদিনীপুর হাসপাতালের শিশু বিভাগে। অন্যদিকে মেদিনীপুর হাসপাতালের রোগী মৃত্যুর ঘটনার ইস্যুতে সোমবার বেলা এগারোটা নাগাদ ফের মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় অবরোধ করে বিক্ষোভ করে এসইউসিআই। বুধবারে ঘটনায় জড়িত চিকিত্সক বা আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার দাবি করেছেন তাঁরা ৷



চিকিৎসার ভুলে মামনি রুইদাস মারা যাওয়ার অভিযোগ ছিল ৷ তা নিয়ে নানা রকমের উত্তেজনা অব্যহত ৷ বাকি থাকা তিন রোগিনীকে মেদিনীপুর থেকে গ্রীন করিডর করে মেদিনীপুর থেকে কলকাতায় এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছে রবিবার রাতে ৷ অন্যদিকে সেই প্রসূতিদের দুজনের শিশু রয়েছে পশ্চিম মেদিনীপুরেই৷ মারা যাওয়া মামনি রুইদাসের সদ্যোজাত সন্তানকে লালন পালন করা হচ্ছিল মামনির বাপের বাড়িতে। এবার সেই সদ্যোজাত সন্তানও অসুস্থ হয়ে পড়ল দুদিনের মাথায়।



সোমবার দ্রুত তাকে উদ্ধার করে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের শিশু ওয়ার্ডে। তার শারীরিক পরিস্থিতি উদ্ধারে হাসপাতাল সুপার সহ শিশু বিশেষজ্ঞরা জরুরী বৈঠকে বসলেন। মেদিনীপুর মেডিক্যাল এর প্রিন্সিপাল মৌসুমি নন্দী বলেন- “শিশুটির একটু সমস্যা হয়েছে ৷ তার চিকিত্সার জন্য বোর্ড গঠন করা হয়েছে ৷ এই প্রসুতিদের মোট দুটি শিশুর চিকিত্সা হচ্ছে আমাদের এখানে ৷ ”



অন্যদিকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কালেক্টরেট মোড় অবরোধ করে সোমবার বেলা ১১ টা থেকে এসইউসিআই। এগারোটা থেকে দীর্ঘক্ষণ অবরোধে চরম যানজট পরিস্থিতি তৈরি হয় অফিস টাইমে।

Previous articleGreen Corridor : তিনজনের জন্য তিন স্পেশাল এম্বুলেন্স,মেদিনীপুর থেকে কলকাতা গ্রীন করিডর করে নিয়ে যাওয়া হল তিন রোগিনীকে
Next articleCID investigation: মেদিনীপুর হাসপাতালের ঘটনায় তদন্তে সি আই ডি !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here