Home Medinipur Live Elephant attack: ট্রাক্টর লক্ষ্য করে খাবার খুঁজতে এলো হাতি, না পেয়ে উল্টালো...

Elephant attack: ট্রাক্টর লক্ষ্য করে খাবার খুঁজতে এলো হাতি, না পেয়ে উল্টালো ডালা

94
0

পিড়াকাটা: রোজকার মতো সকালেই বনদপ্তর এর পক্ষ থেকে বিভিন্ন পদ্ধতিতে মেসেজ করে সংলগ্ন গ্রাম ও এলাকায় জানিয়ে দেওয়া হয়েছিল ১৭ টি হাতি রয়েছে। তাই জঙ্গলের রাস্তা এড়িয়ে যাওয়াই ভালো। তারপরেও জরুরী প্রয়োজনে ট্রাক্টর নিয়ে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিলেন একচালক। দূর থেকে হাতি, সেই ট্রাক্টরের ঢালাই খাবার রয়েছে মনে করে ছুটে আসে। পরিস্থিতি বুঝে ট্রাক্টর দাঁড় করিয়ে পালিয়ে যায় চালক। হাতি এসে ট্রাক্টরের ডালাতে কোন খাবার নেই দেখতে পেয়ে ক্ষোভে ডালাকেই উল্টে দিল জঙ্গলে। চোখের সামনে সমস্ত পরিস্থিতি দেখল চালক। প্রাণে রক্ষা পেয়ে বনদপ্তরকে ডেকে কোনভাবে উদ্ধার করলেন ট্রাক্টর।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত মহিষডোবা এলাকায়। বুধবার সকালেই ওই এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ১৭ টি হাতি রয়েছে সংলগ্ন জঙ্গলে। যারা জঙ্গল থেকে বেরিয়ে মাঝেমধ্যেই মানুষের চলাফেরা রাস্তায় চলে আসছিল। তাই বনদপ্তর সকলকে সতর্ক করে জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।

কিন্তু জঙ্গলমহল এলাকার লোকজনদের দৈনন্দিন যে সমস্ত জরুরী কাজ রয়েছে তা থেমে থাকে নি। মাল পরিবহনের জন্য ট্রাক্টরে করে নির্দিষ্ট গন্তব্যে বেরিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। বুধবার দুপুর তিনটে নাগাদ মহিষডোবা থেকে বীরঘোসা এলাকায় যাচ্ছিলেন তিনি। দুপুর তিনটে নাগাদ জঙ্গলের রাস্তা ধরে তিনি যখন যাচ্ছিলেন, তখনই দেখতে পান দূর থেকে হাতি তার ট্রাক্টর লক্ষ্য করে আসছে। তিনি পরিস্থিতির আঁচ করে ট্রাক্টর রাস্তার উপরে দ্রুত দাঁড় করিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপরেই হাতির কীর্তি কলাপ দূর থেকে লক্ষ্য করেন।

দেখা যায় দল থেকে বেরিয়ে একটি হাতি ওই ট্রাক্টরের ডালাতে খাবার খোঁজার চেষ্টা করে। পুরো ট্রাক্টরের কোন খাবারের কোন কিছু না পেয়ে রাগে ট্রাক্টরের ডালাটিকে ধাক্কা মেরে উল্টে দেয় জঙ্গলে। ধাক্কা দেওয়া হয় ট্রাক্টরের ইঞ্জিনেও। তবে খালি ডালাটিকে উল্টে জঙ্গলে ফেলে দেয়। এতে বেশ কিছুটা ক্ষতিও হয়েছে। এরপরে কোনভাবে জঙ্গল থেকে ওই ব্যক্তি কোনভাবে বনদপ্তরে ও স্থানীয় লোকজনকে খবর দেন। সকলে সেখানে ছুটে আসে।

বনদপ্তরের সহযোগিতায় সেই উল্টে যাওয়া ট্রাক্টরের ডালা মেরামত করে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। ঘটনাস্থলটি লালগড় রেঞ্জ এর মধ্যে পড়ে। ওই রেঞ্জের আধিকারিক তথা রেঞ্জার লক্ষীকান্ত মাহাতো বলেন-” সকালে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছিল হাতির উপস্থিতি নিয়ে। পুনরায় সতর্ক করা হয়েছে। আপাতত জঙ্গল রাস্তায় এড়িয়ে চলতে হবে হাতির উপস্থিতির কারণে।”

Previous articleMedinipur: সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা মেদিনীপুরে
Next articleBratya Basu: রানী শিরোমণির সংগ্রামী জীবন এবার পাঠ্য বইয়ে! আশ্বাস শিক্ষামন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here