Home Bengal Live Droher Carnival: দ্রোহের কার্নিভালের ঘোষণা ডাক্তারদের, স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকলেন মুখ্য সচিব

Droher Carnival: দ্রোহের কার্নিভালের ঘোষণা ডাক্তারদের, স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকলেন মুখ্য সচিব

65
0

কলকাতা: আরজিকর কাণ্ডের জের আরো একবার অন্য মোড় নিলো। রাজ্যে দুর্গাপুজোর কার্নিভালের দিন চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাল্টা দ্রোহের কার্নিভালের ঘোষণা। রাজ্য সরকারের পক্ষ থেকে কার্নিভালের আয়োজনটা আনন্দের নয় এটা বোঝাতেই চিকিৎসকদের পক্ষ থেকে এই আয়োজন। অন্যদিকে ধর্মতলার অনশন মঞ্চে রবিবার রাত সাড়ে দশটার পর আরও এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন।

আরজিকর কাণ্ডের জেরে তিলোত্তমার বিচার সহ ১০ দফা দাবি নিয়ে ধর্মতলাতে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলন অব্যাহত। ইতিমধ্যেই সেই অনশনে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে চিকিৎসার সাহায্য নিতে হয়েছিল। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ পুলস্ত আচার্য নামে আরও এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন। তার পেটের সমস্যা দেখা দিচ্ছিল রবিবার দুপুরের পর থেকেই। পুলস্ত এন আর এস হাসপাতালের পিজিটি। রাতেই তাকে গ্রীন করিডোর করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

অসুস্থ্য পুলস্ত আচার্যকে নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস-এ

অন্যদিকে সোমবার রাজ্যজুড়ে দুর্গাপুজোর কার্নিভালার আয়োজন রয়েছে বিভিন্ন জেলাতে প্রশাসনের পক্ষ থেকে। এই দিনটাকে উৎসবের নয় এমন বোঝাতে পাল্টা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন। একই সঙ্গে চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে সোমবার ১২ ঘণ্টা প্রতিটি অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। যেখানে সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। সেইসঙ্গে ওই দিনই জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তবে এরপরই বিষয়টি জানতে পেরে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য সচিব চিকিৎসকদের সংগঠনকে মেইল করেছেন দুবার। প্রথম মেলে বৈঠকের আহ্বান জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবনে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ। দ্বিতীয় মেলে এই দ্রোহের কার্নিভাল স্থগিত করতে অনুরোধ করা হয়েছে। চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে-স্বাস্থ্য ভবনের এই বৈঠকে তারা হাজির হচ্ছেন।

অন্যদিকে বিচার প্রক্রিয়াতে সিবিআইয়ের দেওয়া চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আরজি করের প্রাক্তনীরা। সিবিআই এর তদন্তে সন্তুষ্ট নয় দাবি করে তাঁরা সোমবার রাজভবন অভিযানের কর্মসূচি নিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে সব মিলিয়ে আরজিকর কান্ড ইস্যুতে সোমবার দিনভর জটিলতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Previous articleDurgapuja : মেদিনীপুরে ১৮০ টি দুর্গা প্রতিমার নিয়ম মেনে বিসর্জন সম্পন্ন করছে প্রায় ৩০ জন মুসলিম যুবক
Next articlePuja Carnival : সকাল থেকেই রাস্তা রঙিন হচ্ছে মেদিনীপুরে, দ্বিতীয় কার্নিভাল নজর কাড়বে সন্ধায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here