Home Blog Bomb squad : বাজেয়াপ্ত বিপুল পরিমাণে গাছবোম, নিষ্ক্রিয় করতে এলো বোম স্কোয়াড

Bomb squad : বাজেয়াপ্ত বিপুল পরিমাণে গাছবোম, নিষ্ক্রিয় করতে এলো বোম স্কোয়াড

97
0

আনন্দপুর: কালীপুজোর সময় বেআইনিভাবে বাজির দোকানে রাখা হয়েছিল প্রচুর গাছ বোম। পুলিশ জানতে পেরে অভিযান চালিয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল তিন শতাধিক গাছ বোম। নির্দিষ্ট সময় পর সেগুলি নিষ্ক্রিয় করতে বড় আয়োজন করতে হলো পুলিশকে। বোম স্কোয়াড ও দমকলের উপস্থিতিতে সেই বিপুল পরিমাণ গাছ বোম নিষ্ক্রিয় করা হলো বুধবার দুপুরে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকায়।

আনন্দপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হয়ে যাওয়া কালীপুজোর সময় পুলিশের পক্ষ থেকে জোরদার তৎপরতা রাখা হয়েছিল। পুলিশের অভিযানে আনন্দপুরে বিভিন্ন এলাকায় বাজেয়াপ্ত হয়েছিল বেআইনিভাবে বিক্রি করা গাছ বোম। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল বিক্রেতাদের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা বোমগুলি রাখা হয়েছিল থানার নির্দিষ্ট স্থানে। বুধবার সেগুলি নিষ্ক্রিয় করনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

বোমা নিষ্ক্রিয়করনে আনন্দপুর মাঠে বোম্ব স্কোয়াড

আনন্দপুর থানা থেকে কিছুটা দূরে একটি মাঠ এলাকায় সেই সমস্ত বোমা গুলি একত্রিত করা হয়েছিল। তার মধ্যে বিপুল পরিমাণে বিস্ফোরক থাকতে পারে আন্দাজ করে বোম স্কোয়ার্ডের সহযোগিতা নেওয়া হয়েছিল। হাজির হয়েছিল দমকলের ইঞ্জিন। সকলের উপস্থিতিতে বুধবার দুপুরে সেই বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। স-শব্দে দীর্ঘক্ষণ ধরে সেগুলি ফাটতে থাকে। আর সেই প্রক্রিয়া দেখতে প্রচুর কৌতুহলী মানুষ ভিড় করেছিলেন সেই মাঠ সংলগ্ন এলাকায় নির্দিষ্ট দূরত্বে।

Previous articleMedinipur hospital: মেদিনীপুর হাসপাতালে ওষুধ সংকট! খতিয়ে দেখতে হাজির আইনি পরিষেবা কর্তৃপক্ষ
Next articleBharati Ghosh : “জঙ্গলমহলে আমাকে সুরক্ষা দিতে হবে না,আপনার সুরক্ষার প্রয়োজন হলে আমাকে খবর দেবেন।”-বাঁশপাহাড়িতে পুলিশ কর্মীদের বললেন ভারতী ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here