Home Blog TET :পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাথায় এবার জেলা শাসক

TET :পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাথায় এবার জেলা শাসক

32
0

 

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের
চেয়ারম্যান নয়
, এবার
চেয়ারপা
র্সন হিসেবে দায়িত্ব নিলেন জেলা শাসক। বুধবার
দুপুরে রাজ্য সরকারের জ
য়েন্ট সেক্রেটারির পক্ষ থেকে এক
নোটিফিকেশন পৌঁছেছে জেলাতে। যেখানে উল্লেখ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক
শিক্ষা সংসদের চেয়ারপা
র্সন হিসেবে দায়িত্ব দেওয়া
হলো জেলাশাসক খোরশেদ আলী কাদরী-কে। তবে
পাশাপাশি নিজের দায়িত্ব পালন করবেন ডিআই প্রাণতোষ মাইতি।

উল্লেখ্য,গত
প্রায় সাত মাস আগে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরানো
হয়েছিল কৃষ্ণেন্দু বিশুইকে।পস্চিম মেদিনীপুর জেলা প্রাথমিকের শেষ চেয়ারম্যান
ছিলেন তিনিই৷ তারপর থেকে চেয়ারম্যান ইনচার্জ হিসেবে দায়িত্ব সামান দিচ্ছিলেন
প্রাথমিক এর ডিআই। অবশেষে বুধবার এক নোটিফিকেশনে জেলাশাসককে বসানো হলো পশ্চিম
মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাথায়।

নিয়োগ দুর্নীতি পরিস্থিতির মাঝে কোনরকম নতুন চেয়ারম্যান এই
মুহূর্তে থাকছে না পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদে।সেই স্থানে প্রাশাসনিক
কর্তা জেলা শাসক থাকবেন দায়ীত্বের শীর্ষে ৷ যা ইতিপূর্বে কখনোই হয়নি। তবে রাজ্যের
বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এই নিয়ম বলবত করেছে সম্প্রতি রাজ্য সরকার।



Previous articlePolice Raid: বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্তকরণ, অভিযান পুলিশের
Next articleElephant attack: আগেই সাবধানি মেদিনীপুর বনবিভাগ সকাল থেকে জঙ্গলরাস্তা পাহারায়,গাজল়ডোবাতে হাতি মারলো মাধ্যমিক পরীক্ষার্থীকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here