Home Medinipur Live Suvendu Adhikari : বিজেপির ব্যানার ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল...

Suvendu Adhikari : বিজেপির ব্যানার ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল শুভেন্দুর,এলেন না বিদ্বজনেরা

50
0

মেদিনীপুর:  মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরে প্রতিবাদী মিছিল করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে বিদ্বজনদের নামে ব্যানার করে প্রতিবাদ মিছিল করলেন তিনি।কিন্তু তাতে এলেনই না বিদ্বজনেরা৷পুরো জেলা থেকে হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর শহরে রিংরোড পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী। সেই সাথে বিচারের রায় নিয়ে সম্প্রতি করা মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিভিন্ন নেতৃত্বের মন্তব্যকে ড্রামা বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।



আরজিকর ইস্যুতে পশ্চিম মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করেছিল বাম ও বিজেপি কংগ্রেস সকলেই৷ তাতে রাজনৈতিক দলগুলির আহ্বান কেউই শোনেনি ৷ তাই সাড়া পেতে বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের পতাকা ফেলে অরাজনৈতিক ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে তখন থেকে প্রতিবাদ করছিলেন ৷ বিজেপির ডাক সব থেকে ব্যার্থ হয়েছিল ৷ তাই মেদিনীপুর হাসপাতাল কান্ডে চিকিত্সকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে নিজেদের দলের পতাকা সরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ৷


সমর্থক বেশি হবেনা আঁচ করে সাধারন মানুষকে পাশে পেতে বিদ্বজনদের প্রতিবাদ মিছিল নাম দিয়ে মিছিলের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুরে ৷ তাতেও জেলা জুড়ে বিজেপি কর্মীরা এলেন মাত্র শ-ছয়েক ৷ এলেন না কোনো বিদ্বজন বা সাধারন মানুষ ৷ বিজেপির পতাকা ফেলে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মীরা মেদিনীপুর হাসপাতাল কান্ডে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদ করে মিছিল করেন ৷ সামনে শুভেন্দু অধিকারী ৷ পরিক্রমা করলেন মেদিনীপুর শহরের রিং রোড ৷




গত ৮ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে পাঁচজন রোগিনী অসুস্থ হয়ে গিয়েছিলেন। এর মধ্যে একজন রোগিনি ও একটি সদ্যোজাত বাচ্চার মৃত্যু হয়েছে। তিনজন আশঙ্কা জনক এখনো চিকিৎসাধীন এসএস কেএম-এ। এই ঘটনায় সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছিল বলে গাফিলতির অভিযোগ উঠেছিল। ঘটনাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও সিআইডির যৌথ তদন্ত রিপোর্ট নিয়ে মোট ১৩ জন চিকিৎসকের সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৭ জন জুনিয়র চিকিৎসক ও ৬ জন সিনিয়র চিকিৎসকে মোট সাসপেন্ড করা হয়েছে। তারপরে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড়। ইতিমধ্যে এই ইস্যুতে তাদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তাররা ধরনা অবস্থান জারি রেখেছেন মেদিনীপুর মেডিকেলে। বিভিন্ন চিকিৎসকদের সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে।

YouTube player

এবার সেই ইস্যুতেই প্রতিবাদী পদযাত্রা মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হলো মঙ্গলবার দুপুরে৷ মিছিলের পরে মুখ্যমন্ত্রী থেকে শাসকদলের বিভিন্ন নেতৃত্বকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এই কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারি দাবি করেছেন। মৃতের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির দাবিও করেছেন।

Previous articleRGkar judgment: “অভয়া কাণ্ডের রায়-এ আমরা হতাশ, উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলন জারি থাকবে”-মেদিনীপুরের জুনিয়ার ডাক্তাররা
Next articleGhatal master plan: টাকা নয়, ঘাটাল মাস্টার প্ল্যানে নতুন জটিলতা, দেব ডাক দিলেন-“ইউনাইট ফর ঘাটাল”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here