Home Blog Susanta Ghosh : মহিলার সঙ্গে আপত্তিকর মুহূর্তের ভিডিও ভাইরাল, সিপিআইএমের জেলা সম্পাদকের...

Susanta Ghosh : মহিলার সঙ্গে আপত্তিকর মুহূর্তের ভিডিও ভাইরাল, সিপিআইএমের জেলা সম্পাদকের পদ থেকেই সরানো হলো সুশান্ত ঘোষকে।

52
0

 

মেদিনীপুর: বিশেষ
কোনো প্রতিশ্রুতি দিয়ে নাকি এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক রেখেছিলেন
সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ (susanta Ghosh)। কিন্তু সেই প্রতিশ্রুতী রাখেন নি ৷
বামফ্রন্ট (left front) আমলের প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি এক মহিলা সিপিআইএম(cpim) দলের
রাজ্য কমিটির(cpim state commitee) কাছে অভিযোগ করেছিলেন। তারপরেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও
ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এরপর শুক্রবার মেদিনীপুরে বৈঠকে বসেই দলের জেলা সম্পাদক
পদ থেকে সরিয়ে দেওয়া হল সুশান্ত ঘোষকে। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য
সম্পাদক মোহম্মদ সেলিম (mahammad selim)।

 

 

শুক্রবার
বিকেলে বৈঠক হয়েছিল মেদিনীপুর শহরের(midnapur town) সিপিআইএম কার্যালয়ে(cpim party office)। বৈঠকে উপস্থিত হয়েছিলেন
সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহম্মদ সেলিম। সেখানে দলের অন্যান্য বিষয়গুলির সাথে
সুশান্ত ঘোষের প্রসঙ্গ ওঠে। মহিলার করা অভিযোগ ইতিমধ্যেই রাজ্য কমিটিতে গিয়েছিল।
তারপরে সোশ্যাল মিডিয়াতে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের সেই ভিডিও বর্তমানে
ভাইরাল। দলের ইমেজ রক্ষা করতে শুক্রবার বিকেলের বৈঠকে মোহাম্মদ সেলিমের নির্দেশে
সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর(paschim medinipur) জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুশান্ত
ঘোষকে। তারপরে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সিপিআইএমের জেলা সম্পাদক
মন্ডলীর সদস্য বিজয় পালকে। 

 

 

বৈঠকের পরে
সুশান্ত ঘোষ বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে কোনরকম মন্তব্য করতে চাননি।
তার ভাইরাল হওয়া ভিডিও এবং দল থেকে অপসারণ প্রসঙ্গে তার একটাই মন্তব্য-” আমি
কোন প্রসঙ্গে কোন মন্তব্য করতে পারব না। যা বলার দল বলবে।”

 

এই প্রসঙ্গে
বিজয় পাল বলেন-” দলের একটি পর্যালোচনা বৈঠক হয়েছিল নির্বাচন এর পর। সেখানে
সুশান্ত ঘোষ দলের কাছে আবেদন করেছিলেন পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। বাড়িতে তাঁর
স্ত্রীর শরীর খুব অসুস্থ। দল তাঁর আবেদন মঞ্জুর করেছে। তাঁকে জেলা সম্পাদক পদ থেকে
অব্যাহতি দেওয়া হয়েছে।”

 

 

ইতিপূর্বে
২০১১ সালে বেনাচাপড়ায়(Benachapra) পুরনো একটি গণহত্যার ঘটনায় কঙ্কাল উদ্ধার কাণ্ডে(skeleton case) তার নামে
অভিযোগ করা হয়েছিল। যে মামলায় ইতিমধ্যেই দীর্ঘ সময় জেল খেটেছেন সুশান্ত ঘোষ।
তারপর নতুন করে বিতর্ক তাঁকে নিয়ে।


Previous articleRG Kar :পুলিশ এবং পুলিশের পরিবারকে চিকিৎসা পরিষেবা থেকে বয়কট করুন! ডাক্তারদের উদ্দেশ্যে বললেন দিলীপ ঘোষ।
Next articleRGkar : আর জি কর কাণ্ডে মেদিনীপুরের রাস্তায় আইনজীবি-CPIM-TMC-BJP !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here