Home Medinipur Live Medinipur : মাঝারে চাদর চড়িয়েই ফুটবল মাঠে সুজয় হাজরা !

Medinipur : মাঝারে চাদর চড়িয়েই ফুটবল মাঠে সুজয় হাজরা !

81
0

মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী এবার মেদিনীপুরের ভূমিপুত্র তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা নিজেই। রবিবার দুপুরে প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। রাতে একে অপরের সাথে সাক্ষাৎ সংবর্ধনা ছাড়া তেমন কিছুই প্রচার পর্ব এগোয়নি। এরপর সোমবার সকালে সটান হাজির হয়ে যান বাড়ির সামনে থাকা দেওয়ান বাবার মাঝারে। সেখানে চাদর চড়িয়ে বেশ কিছুক্ষণ প্রার্থনা করলেন।

বাচ্চাদের সাথে ফুটবলে মাতলেন সুজয় হাজরা

সুজয় হাজরা সোমবার দিনভর প্রচারের তুলনায় নিজেদের স্ট্র্যাটিজি তৈরি করতে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন। জেতার বিষয়ে আত্মপ্রত্যয়ী বলে তিনি জানিয়েছেন। তাই প্রচারের প্রথম দিন-মাঝারে চাদর চড়িয়ে প্রার্থনা করার পর বিভিন্ন মন্দিরে যাবেন বলে জানান। তারপরে দলের কর্মীদের নিয়ে কোথায় কিভাবে প্রচার হবে তাও তিনি জানিয়েছেন। এদিন সকাল থেকেই সঙ্গে অনুগামীরা ছিলেন। মাঝার থেকে বেরিয়ে মঝার সংলগ্ন মাঠে বাচ্চাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেললেন তিনি। খোশ মেজাজেই দিনটি শুরু করেছেন।

অন্যদিকে এই বিধানসভা উপ নির্বাচনে মেদিনীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী রয়েছেন শুভজিৎ রায়। একদিন আগেই যেহেতু প্রার্থী ঘোষণা করা হয়েছে তাঁকে, তাই নিজের কর্মকাণ্ডও অনেকটা এগিয়ে নিয়েছেন। শুভজিৎ রায় সোমবার সকালে যুগনুতলা এলাকাতে কর্মীদের নিয়ে একটি চা চক্র সেরেছেন বিজেপির পদ্ধতি অনুসারে। এরপরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে পাটনা বাজার এলাকায় বাড়িতে বাড়িতে ও বিভিন্ন দোকানে ঘুরে প্রচার করেছেন তিনি।

Previous articleRGKar : “কংগ্রেস-সিপিআইএম ঢাল হয়ে মমতা বন্দোপাধ্যায়কে বাঁচাচ্ছে, ডাক্তারদের আন্দোলনকে ডাইভার্ট করা হচ্ছে” -বললেন দিলীপ ঘোষ
Next articleGhatal : বন্যায় ধুয়ে নিয়ে যাওয়া বাড়ির গৃহহীন বৃদ্ধ দম্পতি আজও বিদ্যালয়েই,আশঙ্কা ! বিদ্যালয় খুললে কি হবে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here