Home Medinipur Live Medinipur: থানার অভ্যন্তরে মহিলাদের মারধরের প্রতিবাদে জেলা শাসক দপ্তর অভিযানে এসইউসিআই

Medinipur: থানার অভ্যন্তরে মহিলাদের মারধরের প্রতিবাদে জেলা শাসক দপ্তর অভিযানে এসইউসিআই

42
0

Medinipur: গত ৩রা মার্চ ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংগঠন ডিএসও কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যায় কোতয়ালী থানার পুলিশ। তার মধ্যে মহিলা কর্মীদের মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে থানার অভ্যন্তরে তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালানোর অভিযোগ ওঠে থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনায় উচ্চ আদালতে মামলা দায়ের করেছে। এবার দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালো এসইউসিআই দলের কর্মী সমর্থকরা।

বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে জেলাশাসক দপ্তরে পৌঁছায়। গেট বন্ধ থাকায় গেট ধরে ঝাঁকুনি দেয়। বাইরে না থাকলেও ভেতরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কালেক্টরেট মোড় চত্বর। দাবি ছিল, কোতয়ালী থানার অভ্যন্তরে মহিলা কর্মীদের উপর অত্যাচার চালানোর ঘটনায় দোষী পুলিশ অফিসারদের শাস্তি, ধর্মীয় বিভাজনের রাজনীতি বন্ধ করে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধ, কৃষকের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত করা সহ একাধিক।

উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারী, অনিন্দিতা জানা, দীপক পাত্র সহ প্রমুখ নেতৃত্ব। জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, “ছাত্র ধর্মঘটের দিন মহিলা কর্মীদের মহিলা থানার অভ্যন্তরে বর্বরোচিত অত্যাচার চালানো হয়েছে। সেই ঘটনায় দোষী পুলিশ অফিসারদের এখনো পর্যন্ত কোনো শাস্তির ব্যবস্থা করেনি। আমরা দাবি করছি, অবিলম্বে সেই দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুক। জেলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।”

Previous articleforest hunting: বনদপ্তরের বার্তা মেনেই রক্তপাতহীন শিকার উৎসব মেদিনীপুরে
Next articleElephant attack: ​পরিকল্পিতভাবে হাতির দ্বারা ক্ষতি করা হচ্ছে চাষের, রাস্তা অবরুদ্ধ করে দিলেন কৃষকেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here