Home Medinipur Live Diwali : দীপাবলীর ছুটি, পুরো বিদ্যালয় চত্বরকে রঙ ও প্রদীপ দিয়ে সাজালো...

Diwali : দীপাবলীর ছুটি, পুরো বিদ্যালয় চত্বরকে রঙ ও প্রদীপ দিয়ে সাজালো প্রথামিকের ছাত্রছাত্রীরা

153
0

মেদিনীপুর: সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ে যে চিত্র দেখা যায় সেই চিত্র দেখা গেল মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার বিদ্যালয়ে হওয়ার পর ছুটি পড়ে যায় কয়েক দিনের জন্য দীপাবলি উৎসব উপলক্ষে। তাই বিদ্যালয়ের ছুটির আগে পুরো বিদ্যালয়ের চত্বরকে রঙিন করে আলপনা দিয়ে সাজিয়ে তুলল প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্র-ছাত্রীরা। পুরো বিদ্যালয়ের চত্বরকে সাজিয়ে শেষ বেলায় সবুজ বাজিতে মেতে উঠলো সকলে।

মেদিনীপুর সদর ব্লকের এই বিদ্যালয়টিতে ২৩২ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকাও রয়েছেন অনুপাত অনুসারে। বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য জানিয়েছেন-” এই বিদ্যালয়ে ছুটি পড়ার আগে কি উপলক্ষে ছুটি তা ছাত্র-ছাত্রীদের বোঝানো হয়েছে। দীপাবলিটা কি এবং তাতে কি কি হয়?  সেটাই বুঝিয়ে দেওয়ার পর ছাত্র-ছাত্রীরা নিজ উদ্যোগে পুরো বিদ্যালয় চত্তর রং দিয়ে সাজায়। দীপাবলীর রঙে রঙিন করে তোলা হয় পুরো বিদ্যালয় চত্তর। সবশেষে শিক্ষক শিক্ষিকাদের নজরদারিতে সবুজ বাজি দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। বিদ্যালয় চত্বরে তুবড়ি ও সবুজ বাজি জ্বালিয়ে কিছুটা আনন্দ দেওয়া হয় তাদের।”

পশ্চিম মেদিনীপুরের নামকরা নজর কাড়া প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে একটি হলো এই নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি উৎসব ও বিভিন্ন উপলক্ষ্যকে অন্যভাবে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা হয়। এবার দীপাবলি উৎসবটা সেভাবেই তুলে ধরা হলো ছাত্র-ছাত্রীদের সামনে।

Previous articleKeshpur : বাইকের পেছনে মহিলা এডিএম, বাইক চালাচ্ছেন স্বয়ং বিডিও, ঘুরলেন কেশপুরের ভেঙে যাওয়া নদী বাঁধ এলাকা
Next articleMedinipur election : সন্ধ্যার পর মেদিনীপুরের রাস্তায় কংগ্রেস ও তৃণমূল প্রার্থী মুখোমুখি, করমর্দন করে খোশ গল্পে বিভোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here