Home Medinipur Live Puja Carnival : সকাল থেকেই রাস্তা রঙিন হচ্ছে মেদিনীপুরে, দ্বিতীয় কার্নিভাল নজর...

Puja Carnival : সকাল থেকেই রাস্তা রঙিন হচ্ছে মেদিনীপুরে, দ্বিতীয় কার্নিভাল নজর কাড়বে সন্ধায়

69
0

মেদিনীপুর: দুর্গা পূজার শেষ হওয়ার সাথে সাথেই কার্নিভাল প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মেদিনীপুরে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে কার্নিভালের রোড শো। তাই সকাল থেকেই রাস্তায় রঙিন আলপনা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ১৭ টি পুজো কমিটি কার্নিভালের রোড শোতে অংশ নিচ্ছে৷

মেদিনীপুরের বটতলাচকের উত্সব স্থলে চলছে আলপনা দেওয়া

মেদিনীপুর শহরে মেদিনীপুর পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কার্নিভালের আয়োজন দ্বিতীয় বর্ষে পা দিল। প্রথম বছর এই কার্নিভাল করতে গিয়ে একাধিক সমস্যা সামাল দিতে হয়েছে পৌরসভা ও দায়িত্বে থাকা কর্মীদেরকে। সেই সমস্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার কার্নিভালের অনুষ্ঠান ছোট করা হচ্ছে। গতবারে বহু পুজো মণ্ডপ এই কার্নিভালে অংশ নিয়েছিল। এবারে তা কমিয়ে ১৭ টি হয়েছে। মেদিনীপুর শহরের বটতলা চক এলাকার সরু রাস্তার ওপরেই কার্নিভালের আয়োজন করা হয়েছে। গত চারদিন ধরে সেই স্থানে বিভিন্ন রকমের মঞ্চ সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। যেহেতু সরু রাস্তার ওপর কার্নিভাল, সেহেতু অনলাইনে বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে কার্নিভাল প্রক্রিয়া দেখানোর ব্যবস্থা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

YouTube player

বিকেল পাঁচটার পর থেকেই এই কার্নিভালের মঞ্চে উপস্থিত হয়ে যাবেন মন্ত্রী সাংসদ সহ প্রশাসনের আধিকারিকরা। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন শিল্পী কলা কৌশলীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে শহরের দুটি প্রান্তে তথা ডাক বাংলো ঘাট ও গান্ধী ঘাটে প্রতিমা বিসর্জন প্রক্রিয়াও অব্যাহত থাকছে। পুলিশ প্রশাসনের তৎপরতা ও যথেষ্ট রয়েছে।

Previous articleDroher Carnival: দ্রোহের কার্নিভালের ঘোষণা ডাক্তারদের, স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকলেন মুখ্য সচিব
Next articlePython : খাবারের খোঁজে জঙ্গল থেকে বাড়িতে পৌঁছে গেল ১৫ ফুটের ময়াল সাপ, আতঙ্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here