Home Blog storm: প্রচন্ড ঝড়ের দাপটে মেদিনীপুরে রাস্তায় একাধিক পুরনো গাছ, চাপা পড়লো কর্তব্যরত...

storm: প্রচন্ড ঝড়ের দাপটে মেদিনীপুরে রাস্তায় একাধিক পুরনো গাছ, চাপা পড়লো কর্তব্যরত পুলিশকর্মীদের বাইক, পালিয়ে রক্ষা

33
0

 

মেদিনীপুর:  বুধবার বিকেলের পরে প্রচন্ড ঝড়ে একাধিক
জায়গায় লণ্ডভণ্ড পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরে। বহু স্থানে গাছ ভেঙে চাপা পড়ে
ছিন্নবিদ্যুৎ সংযোগ। জাতীয় সড়কের পাশে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর র চাপা পড়ে
পুরনো বটগাছ
, পালিয়ে রক্ষা পেলেও নষ্ট দুটি বাইক।


বুধবার বিকেল সাড়ে চারটার পর
জেলার বিভিন্ন স্থানে শিলা সহ ও ঝড়-বৃষ্টি দেখা দিয়েছিল। অতর্কিত ঝড়ে অনেকেই
পালানোর প্রস্তুতি নিতে পারেননি। মেদিনীপুর শহর তল্লাটে মোহনপুর ব্রিজের কাছে
জাতীয় সড়কের পাশে কর্তব্যরত দুই পুলিশকর্মীর উপর চাপা পড়ে পুরনো বটগাছ। কোনভাবে
পালিয়ে রক্ষা পেলেও ঝুপড়ির তলাতে চাপা পড়ে যায় তাদের দুটি বাইক। যেগুলি
অনেকটাই ক্ষতিগ্রস্ত। রাতেই সেখানে ছুটে আসে পৌরসভা ও পুলিশ সহ উদ্ধারকারী টিম।
দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়কের পাশে চলে গাছ কেটে সরানোর প্রক্রিয়া।

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান
সৌমেন খান জানিয়েছেন-” মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকাতে এভাবে গাছ পড়ে
বিদ্যুৎ সংযোগ ও বিভিন্ন জিনিসের ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় বড় বিল্ডিংয়েও
ক্ষতি হয়েছে। জাতীয় সড়কের পাশে ট্রফিকে কর্তব্যরত পুলিশকর্মীরা অল্প রক্ষা পেলেও
তাদের বাইকে ক্ষতি হয়েছে।”

জেলা জুড়ে এমন অনেক জায়গাতেই
ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।


Previous articleVidyasagar : বিদ্যাসাগর লড়াই করেছিলেন নাবালিকা বিবাহের বিরুদ্ধে, তাঁর ঘাটালেই নাবালিকা বিবাহ ও পকশো মামলায় নাজেহাল প্রশাসন
Next articleElephant attack: ভোর থেকে হাতি মানুষের সংঘাত মেদিনীপুর সদরে, ভাঙলো বাড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here