Home Blog SSC-TET: “SSC-র পরীক্ষায় ভাই ১২ নম্বর পেয়ে থাকলে মন্ত্রিত্ব ছেড়ে দেব” সাংবাদিক...

SSC-TET: “SSC-র পরীক্ষায় ভাই ১২ নম্বর পেয়ে থাকলে মন্ত্রিত্ব ছেড়ে দেব” সাংবাদিক সম্মেলনে বললেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

44
0

 

মেদিনীপুর: কয়েকদিন আগেই কলকাতা
হাইকোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি পদ থেকে চাকরি দিয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী
শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। রাজ্যে হেভি ওয়েট নেতাদের পরিবারের চাকরি
যাওয়া নিয়ে যে তোলপাড় শুরু হয়েছিল
, সেই সমালোচনার শীর্ষ
তালিকায় ছিল শ্রীকান্ত মাহাতোর ভাইয়ের নামও। শনিবার মেদিনীপুর সাংবাদিক সম্মেলনে
চাকরি যাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন শ্রীকান্ত মাহাতো। তিনি জানান
“আমার ভাই কখনো ১২ পেতে পারে না
, এমন হলে মন্ত্রিত্ব
ছেড়ে দেবো”

উল্লেখ্য সম্প্রতি হাইকোর্টের
নির্দেশে গ্রুপ সি পদ থেকে এসএসসি(ssc-tet) যে বাতিলের তালিকা প্রকাশ করেছে
, তাতে নাম ছিল শালবনির বিধায়ক তথা প্রতিমন্ত্রীর শ্রীকান্ত মাহাতোর ভাই
খোকন মাহাতোর। প্রকাশিত
OMR এ দেখা গেছে তিনি পেয়েছেন মাত্র
১২। নাম্বার বাড়িয়ে করা হয়েছিল ৫৫। তাই ও এম আর শিটে নাম্বার বিকৃতির অভিযোগ
করে বাতিল করা হয়েছে তার চাকরি। এই নিয়ে রাজনৈতিক একাধিক চাপান উতোর তৈরি হয়েছে
সালবনি সহ পশ্চিম মেদিনীপুরে। বিজেপি বিভিন্ন রকম প্রতিবাদী মিছিল সভাও করে
ফেলেছে।

বিভিন্ন দিক থেকে সমালোচনা ও
জল্পনার ঝড় এরপর শ্রীকান্ত মাহাতো মেদিনীপুরে শনিবার তৃণমূল কার্যালয়ে সাংবাদিক
সম্মেলন করেন। তিনি বলেন-” যে পদ্ধতিতে চাকরি বাতিল করা হয়েছে তাতে অনেকগুলি
প্রশ্ন রয়েছে। বিভিন্ন প্রার্থীর নাম্বার বিভিন্ন রকম দেখানো হয়েছে সার্ভার
থেকে। সার্ভার যে সঠিক কথা বলছে সেটা তো এখনো প্রমাণ হয়নি। তার ফরেনসিক পরীক্ষার
প্রয়োজন রয়েছে। সেটা না করেই চাকরি বাতিল করে আসামি সাজিয়ে দেওয়া হল। সংবাদ
মাধ্যম সহ সমস্ত স্থানে প্রচন্ডভাবে মানহানি করা হলো চূড়ান্ত সিদ্ধান্তের আগে। এই
ত্রুটি সম্পূর্ণভাবে পর্ষদের। আমরা হার্ড কপি সহ সমস্ত জিনিসের ফরেনসিক পরীক্ষার
দাবি করে মামলা করছি। অন্যান্যরত মামলা করছেই আমি আলাদা করে মামলা করছি এই বিষয়ে।
আমার ভাই ১২ পেতে পারেনা
, ও এই নাম্বার পেলে আমি মন্ত্রীত্ব ছেড়ে
দেবো।”

শ্রীকান্ত মাহাতোর এই মন্তব্যকে
কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন-” দুর্নীতির
শিকড়ে পৌঁছাতে তদন্তকারীরা খুব শিগ্রই শ্রীকান্ত মাহাতোর কাছে পৌঁছবে। তাই
শ্রীকান্ত মাহাতোর এই ধরনের মন্তব্য। শ্রীকান্ত মাহাতো নিজেও একাধিক দুর্নীতির
সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গিয়েছে। নিজে চাপ আসছে দেখে পর্ষদকে দোষী করার
চেষ্টা করছে।”




Previous articleMIDNAPUR MUNICIPALITY :মেদিনীপুর পৌরবোর্ডের প্রথম বর্ষপূর্তি, বিভিন্ন প্রান্তের ভবঘুরেদের সঙ্গে দিন উদযাপন পৌরসভার
Next articleelephant attack: হাতির তান্ডব,ভোরে মানিকপাড়াতে ভাঙলো একাধিক বাড়ি, সন্ধায় বাঁকড়া গ্রামে মানুষ খুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here