Home Blog sreeleathers : রাত দুটো থেকে দীর্ঘ লাইন, ভিড়ে অসুস্থ এক, শাটার বন্ধ...

sreeleathers : রাত দুটো থেকে দীর্ঘ লাইন, ভিড়ে অসুস্থ এক, শাটার বন্ধ করতে হয়েছিল শ্রীলেদার্স-এর

45
0

 

মেদিনীপুর : মেদিনীপুরে শ্রীলেদার্স-এর জুতো কেনার এতো আবেগ যা ভাবতেও পারেনি কর্তৃপক্ষ। উদ্বোধনের আগেই রাত দুটো থেকে লাইন পড়ে। ভিড়ের চাপে নির্দিষ্ট সময়ের আগেই খুলে দেওয়া হয় শোরুম। জুতো কেনার জন্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন দেখে অবাক অনেকেই। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে শনিবার সকালে উদ্বোধন হয় ওই শোরুমের। যা মেদিনীপুরে প্রথম। সবার সামনে থাকা এক ক্রেতাকে দিয়েই তার উদ্বোধন হয়। ওই ক্রেতা জানিয়েছেন, তিনি রাত দুটো থেকে লাইন দিয়েছিলেন। ওই শোরুমের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল প্রথম ক্রেতা যিনি থাকবেন তাকে দিয়েই শোরুমের উদ্বোধন হবে এবং প্রথম দু’হাজার জন উপহার পাবেন। যে কারণেই দীর্ঘ লাইন পড়েছিল রাত থেকেই। যদিও পরে সিদ্ধান্ত বদল করে প্রথম পাঁচ হাজার জন উপহার পাবেন বলে ঘোষণা করে। তবে ভিড় দেখে ভাবতেও পারেনি শ্রীলেদার্স কর্তৃপক্ষ। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় শাটার পর্যন্ত নামিয়ে দিতে হয়েছিল। প্রায় এক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও শোরুমের কর্মচারীদের। ভিড়ের মাঝে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। তাকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিন শেষে রাত পর্যন্ত একই রকম দীর্ঘ লাইনে অবাক কর্তৃপক্ষ। তবে ভিড় দেখে সোশ্যাল মাধ্যমে কটাক্ষ ছড়িয়েছে। অনেকে লিখেছেন, “আগে মনে হয় জুতো পরে নি। এই প্রথম জুতো পরবেন।”
#sreeleatheres, #shoeadict, #shoe,#shoeshowroom, #Midnapurtown,

Previous articleDengue: ডেঙ্গু আক্রান্তে মৃত্যু মেদিনীপুর শহরে, সতর্ক স্বাস্থ্য দফতর
Next articleকয়েক মাস ধরে হাতির তাণ্ডব, পথ অবরোধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here