Home Medinipur Live Purulia Express: পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে সাপ! মেদিনীপুর স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন

Purulia Express: পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে সাপ! মেদিনীপুর স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন

127
0

মেদিনীপুর: পুরুলিয়া থেকে হাওড়া গামী এক্সপ্রেস (Purulia Express) ট্রেন ঠিকঠাক সময়ই চলছিল। শালবনীর(Salboni) জঙ্গল প্রবেশের পরেই ট্রেনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা দেখতে পান বাথরুমের ভেতরে টিনের কভার থেকে বেরিয়ে রয়েছে সাপের বড় একটি লেজ। তড়িঘড়ি প্রাণ নিয়ে বেরিয়ে রক্ষা। তারপরে ভালো করে খোঁজ নিয়ে দেখে মোবাইলে ভিডিও(Mobile video) করেন সেই সাফাই কর্মীরা। দেখা যায় কালো রঙের সাপের লেজ৷ খবর দেওয়া হয় সাফাই সুপারভাইজারকে। তারপরে রেলওয়ে কর্তৃপক্ষ খবর জানতে পেরেই মেদিনীপুর স্টেশনে(Medinipur station) দাঁড় করে দেওয়া হয় সেই এক্সপ্রেস ট্রেন। মেদিনীপুর রেঞ্জের(Medinipur range) সর্প বন্ধুকে নিয়ে শুরু হয় সাপের খোঁজ। ততক্ষণে সাপ গা ঢাকা দিয়েছিল। ৩৪ মিনিট ধরে ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার পর বাথরুম সিল করে ছেড়ে দেওয়া হয় ট্রেন। তবে ততক্ষনে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েছিলেন যাত্রীরা ৷

ঘটনার পর এই মেদিনীপুর স্টেশনে ট্রেনটি পৌঁছাতেই মেদিনীপুর বনবিভাগ(Medinipur forest) থেকে ডেকে আনা সর্প বন্ধু সুরজিৎ মাইতিকে নিয়ে তল্লাশি শুরু করেন আরপিএফ কর্তারা। ওই বগি থেকে নেমে পড়েন যাত্রীরা। আরপিএফ(RPF officer) অফিসার দীপক ঘোষের নেতৃত্বে সকলেই দীর্ঘক্ষণ তল্লাশি করে ভেতরে থাকা বিভিন্ন পাইপলাইন, টিনের কভার সবটাই পরীক্ষা করেন। তবে সাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।তবে ঘটনার সময়ের মোবাইলে তোলা ছবি পরীক্ষা করেন সর্পবন্ধু সুরজিত মাইতি ৷ তিনি বলেন- “এটি দাঁড়াস বা ঢ্যামনা সাপ ৷ তেমন বিষয়ধর কিছু না”৷

প্রত্যক্ষদর্শী সাফাই কর্মী দেবাশীষ মন্ডল বলেন-“আমি সাফাই করতে ঢুকেছিলাম ভেতরে। ভেতরে প্রবেশ করেই বাথরুমের একটি টিনের কভারের আড়াল থেকে সাপের লেজ বেরিয়ে আসতে দেখি। কালো রঙের সাপটি বুঝতে পারি। দ্রুত আমাদের সুপারভাইজারকে বিষয়টা জানাই। তারপর রেলওয়ে কর্তাদেরকে জানানো হয়। ট্রেন মেদিনীপুর স্টেশনে (Midnapur station))ঢোকার পর আরপিএফ ও সমস্ত লোকজন সাপটিকে খুঁজলেও আর পাওয়া যায়নি।তখন আমি মোবাইলে করা ছবি দেখাই সকলকে৷ তবে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

ঘটনার পরে মেদিনীপুর ষ্টেশনের আরপিএফ আধিকারিক দীপক ঘোষ বলেন-” সাপটি হয়তো কোন ইয়ার্ড থেকে ঢুকে পড়েছিল। কিন্তু পরে কোন একজস্ট লাইন দিয়ে হয়তো বেরিয়ে পড়েছে। ঘটনায় একটা আতঙ্ক ছড়িয়েছিল। আমরা সবটা পরীক্ষা করে নিশ্চিত হয়েও ওই বাথরুমটি সিল করে দিয়েছি। কর্মীদের সকলকেই সক্রিয় নজরদারি রাখতে বলেছি। ” সকাল ন’টায় মেদিনীপুর স্টেশনে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস(Purulia-Howrah) প্রবেশ করেছিল। ৯ টা ৩৪ নাগাদ সমস্ত পরীক্ষা করার পর ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়।

YouTube player
Previous articleKharagpur: DRM এর অপসারণ চাই! খড়্গপুরে এবার অফিস ঘেরাও
Next articleKeshpur : কেশপুর গ্রামীণ হাসপাতালে বারকোড স্ক্যান করলেই মিলবে আউটডোর টিকিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here