Home Blog Shoot out: প্রকাশ্য দিবালোকে ঋণ সংস্থার কর্মীকে শুট আউট, হেলমেট এর উপরেই...

Shoot out: প্রকাশ্য দিবালোকে ঋণ সংস্থার কর্মীকে শুট আউট, হেলমেট এর উপরেই কয়েক রাউন্ড গুলি মাথায়

28
0

 

খড়গপুর: খড়গপুর দু নম্বর ব্লকের কয়তা এলাকায় শুট আউট এর ঘটনা। বেসরকারি ঋণ সংস্থার প্রতিনিধিকে লক্ষ্য করে গুলি। অশঙ্কাজনক অবস্থায় ওই কর্মীকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানালেন চিকিৎসকরা।

 

জানা গিয়েছে সোমবার দুপুরে খড়গপুর ২ নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় বাইক নিয়ে লোনের টাকা কালেকশন করে ফিরছিলেন অভিজিৎ ভূঁইয়া নামে ফাইন্যান্স কোম্পানির এজেন্ট । ওই সময় পিছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়দের বক্তব্য অনুসারে বেশ কয়েক রাউন্ড পর পর গুলি চালানো হয়েছে সামনে থেকে। মাথায় হেলমেট থাকলেও হেলমেটের উপরেই গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় সেখানে সে লুটিয়ে পড়লে তার কাছে থাকার টাকার ব্যাগটি নিয়ে বাইকে করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা দেখতে পেয়ে যতক্ষণে হাজির হয়েছিল ততক্ষণে অনেকটাই রক্তক্ষরণ হয়েছিল তার। আশঙ্কা জনক অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি মনে হওয়ায় দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 

কারা গুলি চালালো বা কিভাবে ঘটলো এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান-” ঘটনার তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে”

বিকেল থেকে সন্ধ্যার পরও দফায় দফায় পুলিশকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। সংগ্রহ করেছেন নানা নমুনা। খড়গপুর গ্রামীণের এই ঘটনায় নতুন করে সন্ত্রাসের আতঙ্ক।


Previous articleElephant attack : আরও মরিয়া হাতির পাল,রাতে ভাঙলো একাধিক বাড়ি, বিকেলে ভাঙলো বাইক
Next articleElephant attack :সন্ধায় আগুন লাগিয়েছিল জঙ্গলে, রাতে জঙ্গল থেকে গ্রামে ঢুকে বাড়ি ভাঙলো হাতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here