Home Medinipur Live Kumbha Mela:অমৃতস্নান করতে গিয়ে পদপৃষ্ঠে নিখোঁজ,শালবনির বৃদ্ধাকে পাওয়া গেল মর্গে

Kumbha Mela:অমৃতস্নান করতে গিয়ে পদপৃষ্ঠে নিখোঁজ,শালবনির বৃদ্ধাকে পাওয়া গেল মর্গে

67
0

শালবনি: প্রয়াগরাজে গিয়েছিলেন অমৃত স্নান করতে। শালবনির কাছারি রোড এলাকার বাসিন্দা উর্মিলা ভূঁইয়া(৭৮) খড়্গপুরে থাকা নিজের মেয়ে জামাইদের সঙ্গে গিয়েছিলেন। সোমবার বেরিয়েছিলেন।মঙ্গলবার তারা সেখানে পৌঁছে ভারত সেবাশ্রম সঙ্গে আশ্রয় নিয়েছিলেন। বুধবার ভোরে ত্রিবেণী সঙ্গমের সামনে স্নান করতে গিয়েছিলেন। হঠাৎ ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি। তারপর থেকেই পরিবারের সকলের ছন্নছাড়া। দিনভর খোঁজাখুঁজির পর স্থানীয় মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেল বৃদ্ধার দেহ।

পরিবারের পক্ষ থেকে নাতি অভিজিৎ মাইতি জানিয়েছেন-” হঠাৎ তৈরি হওয়া হুড়োহুড়িতে এভাবে দিদা হাতছাড়া হয়ে যাবে ভাবতে পারিনি। তারপর থেকে এত বড় ঘটনা।” জানা গিয়েছে ভোরের বেলার বিশাল এই হুড়োহুড়ির পরে সকলেই যখন চাপা পড়ে গিয়েছিলেন, প্রত্যেকেরই পরিবার তাদের নিজেদের সদস্যদের খোঁজাখুঁজি করেছে। পাওয়া যায়নি অন্যান্যদের অনেকের মত এই উর্মিলা দেবীকে।

বুধবার সকালে নিখোঁজদের সন্ধান শুরু হয়েছিল সকলের পক্ষ থেকে প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজে। যেখানে অসুস্থ মৃত সকলেরই খোঁজ নেওয়া চলছিল। সেই কলেজেরই মরকে ওই মহিলার নাতনি প্রথম নিজের দিদার দেহ খুঁজে পান। তারপর থেকেই শোকের ছায়া। আপাতত দেহ নিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Previous articleFishery :কেশপুরের কৃষকদের বিকল্প চাষ, মাছের চারা দিল মৎস্য দপ্তর
Next articlePrayagraj : কুম্ভস্নান ও ডেথসার্টিফিকেট ছাড়াই উর্মিলাদেবীর দেহ নিয়ে মেদিনীপুরে ফেরত এল পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here