Home Medinipur Live Madhyamik : পরীক্ষার হলে ঢোকার মুখে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আন্দোলনের “চিরকুট” ধরালো...

Madhyamik : পরীক্ষার হলে ঢোকার মুখে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আন্দোলনের “চিরকুট” ধরালো এসএফআই

43
0

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ৫২ হাজারের কিছু বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেওয়া শুরু করেছে এবার। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে পুলিশ আধিকারিক ও রাজনৈতিক দলগুলি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ফুল পেন পানীয় জল দিয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে দেওয়া হল একটি করে চিরকুট। যেখানে লেখা রয়েছে-“পড়ার জন্য লড়ো, লড়ার জন্য পড়ো” । ঠিক তার নিচেই লেখা রয়েছে-“শিক্ষা বাঁচানোর লড়াইতে শামিল হওয়ার আহ্বান রইল।” জীবনের প্রথম বড় পরীক্ষায় হলে ঢোকার মুখে এই ধরনের চিরকুট ধরানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন দিকে। প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।

এস এফ আই এর  পক্ষ থেকে জেলা সম্পাদক রনিত বেরা বলেন-” এটা কোন চিরকুট নয়। এটা একটা শুভেচ্ছা বার্তা। রাজ্যে আট হাজারের বেশি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। ড্রপ আউট বেড়েছে ছাত্রছাত্রীদের। তা নিয়ে আমাদের আন্দোলন চলছে। আগামী দিনের সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য শুভেচ্ছা বার্তায় আমরা এই কথা জানিয়েছি। যারা এটা নিয়ে বলছেন তারাই আসলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে।”

এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন-” সারা বছর কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাদের দেখা পাওয়া যায় না তারা এই পরীক্ষার বিশেষ দিনটিতে একটা আন্দোলনের বার্তা লেখা চিরকুট নিয়ে হাজির হয়েছে। আমরা ওদের বলেছি যে আন্দোলনের ঝান্ডাটা বিদ্যালয়ের বাইরে রাখো। এভাবে ছাত্র-ছাত্রীদের কাছে বার্তা দেওয়া যায় না। শিক্ষাপ্রতিষ্ঠানে এটা ঠিক কাজ নয়। আমরাও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এসেছিলাম। ফুল চকলেট পেন সবই দিয়েছি। কিন্তু আন্দোলনের এভাবে বার্তা ছড়ায়নি।”

Previous articleMadhyamik: সামনে হুটার ঐরাবত দিয়ে ভিআইপি পাহারা,পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীরা
Next articleMadhyamik: একদিনেই জন্ম তিন ভাইয়ের,মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে একদিনে, একই পরীক্ষা কেন্দ্রে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here