Home Medinipur Live snake: পরীক্ষা দিচ্ছে ছাত্রী, তার বই ব্যাগে ঢুকলো চন্দ্রবোড়া!

snake: পরীক্ষা দিচ্ছে ছাত্রী, তার বই ব্যাগে ঢুকলো চন্দ্রবোড়া!

75
0

মেদিনীপুর: মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় তথা মহিলা কলেজে অল্পের জন্য চন্দ্রবোড়ার কামড় থেকে রক্ষা পেলেন ছাত্রীরা। তাও আবার পরীক্ষা দেওয়ার মুহূর্তে। পরীক্ষার রুমের বাইরে বই ব্যাগ রেখে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রী। কলেজ চত্বর থেকে সেই সময় চন্দ্রবোড়া এসে আশ্রয় নিল ব্যাগের তলায়। সৌভাগ্যবশত কলেজের শিক্ষকগণ দেখে নেওয়ায় বড় রক্ষা।


মেদিনীপুরের রাজা নরেন্দ্র লালখান মহিলা মহাবিদ্যালয় চত্বরে বিভিন্ন রকমের গাছপালা ও সবুজ বাগান রয়েছে। তাহলেও বড় একটা অংশ জঙ্গলে ঢাকা বলাই ভালো। যেখানে বিভিন্ন রকমের সাপের উপদ্রবের কথা এর আগেও শোনা গিয়েছিল। কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থাও নিয়েছিল। তারপরেও একেবারে সেই ঝোপ থেকে বিষধর পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ বেরিয়ে আশ্রয় নিল পরীক্ষার রুমের সামনে ছাত্রীর বই ব্যাগের তলায়।




মঙ্গলবার দুপুরে এই পরীক্ষা চলছিল কলেজের একটি রুমে। বিভিন্ন ছাত্রীরা ওই সময় পরীক্ষার রুমের দরজার বাইরে নিজেদের বই ব্যাগগুলি রেখে দিয়েছিলেন। হঠাৎ কলেজের শিক্ষক লক্ষ্য করেন ধীরে ধীরে একটি চন্দ্রবোড়া সাপ এসে এক ছাত্রীর ব্যাগের তলায় প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান এবং সতর্ক করে দেন বাকিদের। মুহূর্তে কলেজের পক্ষ থেকে সর্প বন্ধু দেবরাজ চক্রবর্তীকে খবর দেওয়া হয়। দেবরাজ মেদিনীপুর শহরের বাসিন্দা এবং এই ধরনের সাপসহ বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে। স্বেচ্ছাসেবী দেবরাজকে খবর দিতেই তিনি সেখানে এসে হাজির হন। নিজের কৌশলে সেই চন্দ্রবোড়া সাপটিকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরে অন্য একটি জঙ্গলে সাপটিকে ছাড়া হয়।

https://www.facebook.com/reel/1109196973800867

দেবরাজ জানিয়েছেন,”শিক্ষকরা বিষয়টি দেখতে পেয়ে যাওয়াতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গিয়েছে অনেকেই। এটাতে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা ছিল। আপাতত সাপটিকে উদ্ধার করে সেখান থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”

Previous articleVellore : ভেলোর হাসপাতালের নতুন ক্যাম্পাসে আরও আধুনিক বিশ্বমানের চিকিত্সা ব্যবস্থা
Next articleMohonpur bridge : “সব লরি মোহনপুর ব্রীজে না যেতে দিলে,কোনো গাড়িকেই যেতে দেবোনা”, দাবি করে জাতীয়সড়ক অবরোধে দীর্ঘ যানজট মোহনপুর ব্রীজে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here