Home Medinipur Live Accident : মঙ্গলবার দুপুরে মেদিনীপুরে ও কেশপুরে দুই ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩

Accident : মঙ্গলবার দুপুরে মেদিনীপুরে ও কেশপুরে দুই ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩

124
0

মেদিনীপুর ও কেশপুর: মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা একই সময়ে দুই এলাকাতে। জাতীয় সড়ক ও রাজ্য সড়ক দুটি স্থানে অবরুদ্ধ হয়ে যায়। দ্রুততার সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুটি স্থান থেকে রক্তাক্ত আহত মোট তিন জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে, কেশপুরের পঞ্চমী এলাকাতে। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ঘটেছে। প্রত্যক্ষদর্শী বাসিন্দা বাহার খান বলেন-” কেশপুরের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি প্রাইভেট কার মেদিনীপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি লরি আসছিল। দুজনেরই গতি অনেক বেশি ছিল। হঠাৎ রাস্তার মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তাদের। এতে প্রাইভেট কারের চালক মারাত্মকভাবে আহত হন। পাশে থাকা আর একজন আরোহী অল্প আহত হয়েছেন।”



ঘটনার পরে তীব্র যানজট তৈরি হয় ওই রাস্তার ওপরে। স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে। সেই সাথে কেশপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাস্তার অবরুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করে তারা।



অন্যদিকে প্রায় একই সময় মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদ এলাকাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন-সিমেন্ট বোঝায় একটি লরি খড়্গপুরের দিক থেকে সালবনির দিকে যাচ্ছিল। অন্যদিকে শালবনীর দিক থেকে রেশন সামগ্রী নিয়ে একটি লরি খড়্গপুরের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে হোসনাবাদচকের ওপরেই। প্রচন্ড জোরে এই সংঘর্ষের আওয়াজ শুনে বাজারে থাকা লোকজন ছুটে আসে। এতে একটি লরির চালক আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে ঐ জাতীয় সড়কের যানজট পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখানে এসে পুলিশ।

এই দুই দুর্ঘটনাতে মোট তিনজন কমবেশি আহত হয়েছেন। তাদের সকলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হোসনাবাদ এলাকাতে লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনাতে একটি লরি ওভারটেক করতে গিয়েই হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷

Previous articleElephant attack: রাতের বেলা খাবারের দোকান ভেঙে কুড়কুড়ে-র প্যাকেট লুট করছে হাতি, ধরা পড়ল ক্যামেরায়
Next articleElephant : রাতে হাতির পালকে সরাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত বনদপ্তরের কর্মী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here