Home Blog RG Kar : সত্যিই মেয়েরা “রাত দখল” করলো মেদিনীপুরের রাস্তায় ! বিরল...

RG Kar : সত্যিই মেয়েরা “রাত দখল” করলো মেদিনীপুরের রাস্তায় ! বিরল নজির প্রতিবাদের

41
0

 

Medinipur :
“মেয়েরা রাত দখল করো”(Meyera rat dokhol koro)-প্রতিবাদের এই স্লোগান নিয়ে বুধবার রাত সাড়ে
আটটার পর থেকেই মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় জমায়েত হতে শুরু করেছিলেন
মহিলারা। রাত নটা বাজার সাথে সাথে কয়েক হাজার মহিলা রাজাবাজার থেকে গোলকুয়া চক
পর্যন্ত পুরো রাস্তায় জমাটি পরিস্থিতি তৈরি করে দেয়। যার প্রতিবাদের
কেন্দ্রস্থলের মঞ্চ ছিল পঞ্চুরচক (panchurchak) এলাকাতে।

 

মেদিনীপুর
মেডিকেল কলেজের(Medinipur Medical college) ছাত্রীরা ছাড়াও এই প্রতিবাদে সামিল হয়েছিলেন মেদিনীপুর শহরের(midnapur town) বিভিন্ন এলাকার কয়েক হাজার মহিলা। সোশ্যাল সাইড ও সংবাদ মাধ্যম দিয়ে করা আহবানে
সাড়া দিয়ে এই হাজার হাজার মহিলা সমবেত হয়েছিলেন। কেউবা পেটি কাটা অংশ নিয়ে
তাতে প্ল্যাকার্ড বানিয়ে লাল কালি দিয়ে প্রতিবাদের স্লোগান লিখেছিলেন
, কেউ আবার ঝাঁটা হাতে বেরিয়ে এসেছিলেন, কেউ আবার বিভিন্ন কাগজে নিজেদের প্রতিবাদী স্লোগান লিখে
শামিল হয়েছিলেন প্রতিবাদে। মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় রবীন্দ্র মতি
পাদদেশে এই প্রতিবাদী কর্মসূচির প্রতীকি উদ্বোধন করেন মেদিনীপুরের(Medinipore) লেখিকা রওশনারা
বেগম।

 

ছোট্ট একটি
সভা সমাবেশ করে প্রতিবাদী মিছিল বের হয় মেদিনীপুর শহরের রাস্তায়। রিংরোড
পরিক্রমা করে এই প্রতিবাদী মিছিল। মেদিনীপুর শহর পরিক্রমা করে ফের পঞ্চুরচক
এলাকায় এসে সামিল হয়। অনেক পুরুষরা এই প্রতিবাদে সঙ্গ দিয়েছিলেন। প্রত্যেকের
কাছেই বেশিরভাগ স্লোগান ছিল “উই ওয়ান্ট জাস্টিস”।  এ প্রতিবাদ ভিড় থেকে অনেকেই আবার বর্তমান রাজ্য
সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করে দিয়েছিলেন। তবে সব থেকে নজর কারা এই
বিশাল প্রতিবাদী মিছিল ও জমায়েতে একসঙ্গে মোবাইলের আলো জ্বেলে হাত নেড়ে প্রতিবাদ
একটা এক সূত্র তৈরি করেছিল।


এই পরিস্থিতি যে হতে
পারে তার আঁচ করে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসনও(midnapore police)৷ সন্ধার সময় থেকে বহু পুলিশ মেদিনীপুরের
রাস্তা নিয়ন্ত্রন করতে নেমে পড়েছিলেন ৷ এই আন্দোলনকারীদের সমস্যা যাতে না হয় তার জন্য
বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রন করা হয়েছিল ৷ সন্ধার পর থেকেই মেদিনীপুরের পঞ্চুরচক
এলাকা দিয়ে কোনো বাহন যাতায়াত করতে পারেনি ৷ সেই রাস্তার দখল নিয়েছিল প্রতিবাদীরা ৷
রাস্তার ওপরেই আল্পনা দিয়ে নানা প্রতিবাদের ভাষা লেখা হয়েছে ৷ সেখানে পরে তৈরী করা
হয়েছিল একটি মঞ্চও ৷ সেই মঞ্চ থেকে প্রতিবাদ চলেছে গভীর রাত পর্যন্ত ৷ 


Previous articleR G Kar Medical কান্ডের প্রতিবাদে মোবাইল টর্চ জ্বালিয়ে জুনিয়ার ডাক্তাররা রাস্তায়, বেহাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল
Next articleRG Kar :আর জি করে রাতের ভাঙচুরের পর মেদিনীপুর মেডিকেলে বেড়ে গেল পুলিশি নিরাপত্তা, চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছে মেদিনীপুর মেডিকেল থেকে রোগী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here