Home Blog RG Kar : আরজিকর কাণ্ডের ২৩ দিন পর মেদিনীপুর মেডিকেলে আউটডোর পরিষেবা...

RG Kar : আরজিকর কাণ্ডের ২৩ দিন পর মেদিনীপুর মেডিকেলে আউটডোর পরিষেবা চালু, নাম হল “অভয়া ক্লিনিক”

38
0

 

Medinipur:
আর জি কর (RGkar) কাণ্ডের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে (Medinipur Medical college hospital) জুনিয়র চিকিৎসকরা (junior doctor) আন্দোলনে
বসেছিলেন। সমস্ত চিকিৎসা পরিষেবা থেকে তারা সরে গিয়েছিলেন। গুটিকয়েক সিনিয়র
চিকিৎসক কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন এই হাসপাতালের পরিষেবা। তবে
সার্বিকভাবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর (outdoor facility) ও অন্যান্য পরিষেবা একেবারে
বন্ধ হয়ে গিয়েছিল। বহু রোগীরা সমস্যায় পড়েছিলেন। অবশেষে সেই পরিষেবা অন্য নাম
দিয়ে শুরু হল মেদিনীপুর মেডিকেল কলেজ (MMCH) হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের ধরনা অবস্থান
মঞ্চের পাশেই অভয়া ক্লিনিক(Abhaya clinic) নাম দিয়ে আউটডোর পরিষেবা চালু হলো সোমবার। জুনিয়র
ডাক্তাররা প্রধানত এই চিকিৎসা শুরু করেছেন। সেখানে সিনিয়র চিকিৎসকদেরও আমন্ত্রণ
করা হয়েছে ধরনা অবস্থানের (Dhorna agitation) পাশেই এই ক্লিনিক চালানোর জন্য।

 

জুনিয়র
ডাক্তাররা জানাচ্ছেন-” আপাতত দু দিনের জন্য অভয়া ক্লিনিক নাম দিয়ে এই
আউটডোর পরিষেবা চালু হয়েছে। ট্রায়াল পর্বে রয়েছে এটি। আগামী দিনে কিভাবে আরো
চালানো যাবে সেটা নিয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। তবে সিনিয়র চিকিৎসকদেরও (doctors) আমরা
আমন্ত্রণ করেছি এই স্থানেই রোগী দেখার জন্য।”

 

 

অন্যদিকে
আরজিকর ইসুতে (RGkar issue) দোষের শাস্তির দাবি করে মেদিনীপুর শহরে (Medinipur town) জেলা শাসকের (district Magistrate) দপ্তর ঘেরাও করে
বিক্ষোভ দেখিয়েছে বিজেপির নেতাকর্মীরা (BJP)। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর
শহরে (Midnapur town) মিছিল করে এসে শতাধিক বিজেপির নেতাকর্মী জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ
দেখিয়েছেন। প্রকৃত দোষীর শাস্তির দাবি করে রাজ্যজুড়ে এই কর্মসূচি নিয়েছে
বিজেপি।


rgkar hospital, BJP agitation, Midnapur hospital, Medinipur, midnapur, midnapur town,Paschim Medinipur,Medinipur medical college,


Previous articleRGkar : অন্য ইস্যুতে এবার মেদিনীপুর মেডিক্যালে উত্তেজনা,রাতেও বোর্ড রুমে আটকে ডিন ও সুপার
Next articleCBI : RGkar এর সন্দীপ ঘোষ গ্রেফতার, মেদিনীপুর মেডিক্যাল থেকেও বহিষ্কার এক অনুগামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here