Home Kharagpur Live Dantan accident: বেপরোয়া গতির প্রাইভেট কার, নিয়ন্ত্রন হারিয়ে ভেঙে ঢুকলো ফল দোকানে,...

Dantan accident: বেপরোয়া গতির প্রাইভেট কার, নিয়ন্ত্রন হারিয়ে ভেঙে ঢুকলো ফল দোকানে, আহত ৫

22
0

দাঁতন: ভয়াবহ পথ দুর্ঘটনা, বেপরোয়া গতির প্রাইভেট গাড়ির ধাক্কায় আহত হলেন পাঁচজন। গুরুতর আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার মনোহরপুরে।

জানাগিয়েছে কলকাতার দিক থেকে একটি প্রাইভেট গাড়িতে করে দুজন উড়িষ্যার দিকে যাওয়ার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার মনোহরপুরে জাতীয় সড়কের ধারে থাকা ব্যারিকেট ভেঙে  একটি ফলের দোকানে ঢুকে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন দোকানি সহ ফল কিনতে আসা আরো বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয়  দাঁতন গ্রামীণ হাসপাতালে। পুলিশ জানিয়েছে আহতদের নাম  সুদীপ খাটুয়া বয়স ৯ বছর, বীরেন সামন্ত বয়স ৬০ বছর, সুকুমার খাটুয়া বয়স ৪০ বছর, বৈশাখী খাটুয়া বয়স ৩২ বছর, মনোরঞ্জন খাটুয়া বয়স ১৪ বছর। এরা প্রত্যেকেই দাঁতন থানা এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বক্তব্য” বেলদার দিক থেকে একটি  প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে উড়িষ্যার দিকে যাওয়ার সময় সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা ব্যারিকেট ভেঙে  ঢুকে যায় একটি ফলের দোকানে। প্রাইভেট গাড়ির ধাক্কায় ভেঙেছে  দুটি সাইকেল, একটি টোটো,  একটি মোটর বাইক  সহ মনোহরপুর বাস স্ট্যান্ড এলাকায় থাকা একটি মাংসের দোকানের অ্যাডবেস্টার। আহত ৫ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দাঁতন থানার পুলিশের সহযোগিতায়  ক্রেন দিয়ে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক কর হয়। দুর্ঘটনার পর প্রাইভেট গাড়ির দুজনকে আটক করেছে দাঁতন থানার পুলিশ।

Previous articleRailway: রেলওয়ে বস্তি ভাঙা শুরু মেদিনীপুরে,ষ্টেশনে বিক্ষোভ
Next articleSalboni accident: নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here