Home Medinipur Live Accident: সিমেন্ট বোঝাই বেপরোয়া লরি চা দোকান ভেঙে ঢুকে গেল শালবনিতে, গুড়গুড়িপালে...

Accident: সিমেন্ট বোঝাই বেপরোয়া লরি চা দোকান ভেঙে ঢুকে গেল শালবনিতে, গুড়গুড়িপালে বুলেটের ধাক্কায় শেষ আরো এক

111
0

SALBONI : বুধবার সন্ধ্যার পর মর্মান্তিক দুই দুর্ঘটনা ঘটলো মেদিনীপুর সদর মহাকুমার দুটি স্থানে। প্রথমটি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটেছে শালবনী থানার গোবরুতে। সিমেন্ট বোঝায় বেপরোয়া লরি জাতীয় সড়ক থেকে সোজা গিয়ে ঢুকে গেল একটি চায়ের দোকানে। ঘটনায় মারাত্মকভাবে আহত হলেন চায়ের দোকানে থাকা এক মহিলা, গুরুতর আহত লরির চালকও। অন্যদিকে গুড়গুড়িপালে বেপরোয়া মোটরবাইক রাস্তার পাশে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মেরে শেষ করে ফেলল।

প্রথম ঘটনা ঘটেছে শালবনি থানার গোবরু এলাকায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই গবরু বাজারের ওপরে অন্যান্য দোকানগুলির মত চায়ের দোকান তখনো খুলে রেখেছিলেন এক মহিলা। দিপালী সিং নামে ওই মহিলা ও তার স্বামী দুজনে মিলে ওই চা দোকানটি চালান। সন্ধ্যার ওই সময়ে দিপালী দেবী দোকানে একাই ছিলেন। হঠাৎ জাতীয় সড়ক ধরে সিমেন্ট বোঝায় একটি বেপরোয়া গতিতে লরি চন্দ্রকোনা রোডের দিকে যাওয়ার সময় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সেই চা দোকান ভেঙে ভিতরে। দোকান ভেঙে একেবারে অনেকটা ভিতরে ঢুকে যায়। এতে দোকানের ভেতরে থাকা দিপালী সিং চাপা পড়ে যান একেবারে। সমানভাবে আহত রক্তাক্ত হন লরির চালকও।

ঘটনার দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয়রা সকলে। সিমেন্ট বোঝাই লরিকে সরানোর প্রয়োজন হয়ে পড়ে। স্থানীয় একটি হাইড্রা মেশিন এনে সিমেন্ট বোঝায় লরিকে টেনে বের করে চাপা পড়ে থাকা দুজনকেই উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরিস্থিতি সামাল দেয় শালবনী থানার পুলিশ। কি কারনে এই ঘটনা ঘটলো তা নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। কেউ মনে করছেন গাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন হয়তো, অনেকেই মনে করছেন স্টিয়ারিং লক হয়ে সম্ভবত এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে অপর একটি বড় দুর্ঘটনা ঘটেছে গুড়গুড়িপাল এলাকাতে। রাত ৯ টা নাগাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা সুনির্মল সেন (৩২) পাশের ক্লাব থেকে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। পিচ রাস্তার পাস ধরেই যাচ্ছিলেন তিনি। ওই সময় ঝাড়গ্রামের দিক থেকে প্রচন্ড গতিতে আগত একটি বুলেট মোটরবাইক তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার উপরে চাপা পড়ে যায়। ওই সময় বাইকে দুজন ছিলেন। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি-বাইক চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। অন্যদিকে বাইকে চাপা পড়ে থাকা সুনির্মল সেন মারাত্মকভাবে আহত হন। পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করেন সুনির্মল সেনকে। ঘটনার পর সেখানে ছুটে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশ বাইক আরোহী দুজনকে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বুলেট বাইকটিও। বাইক আরোহী দুজনেই মেদিনীপুর শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ।

#salboni accident,#gabru accident,#salboni,#NH60, #HIGHWAY ACCIDENT,# Paschim Medinipur,#Medinipurlive

Previous articleGhatal Master plan : ৩১শে ডিসেম্বর সময়সীমা শেষ, অভিষেক ব্যানার্জীর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে ঘাটালে পোস্টার বিজেপির
Next articleIncome tax raid : আয়কর দপ্তরের বিরাট হানা মেদিনীপুরে, হানা দিল মেদিনীপুর শহরের ব্যবসায়ীর বাড়িতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here