Home Medinipur Live Accident:বেপরোয়া বাইক সোজা গিয়ে ঢুকলো লরির চাকায়, পিষ্ট আরোহী

Accident:বেপরোয়া বাইক সোজা গিয়ে ঢুকলো লরির চাকায়, পিষ্ট আরোহী

72
0

Gurguripal : বেপরোয়া ভাবে চালিয়ে গিয়ে যুবক বাইক নিয়ে ঢুকে পড়ল লরির চাকায়। ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু হল আরোহীর। তবে লরি ফেলে পালালো চালক। জঙ্গলের(forest road) ভেতরের রাস্তাতে এই ঘটনাতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুর সদরে(Midnapore Sadar)। পরে পুলিশ গিয়ে লরি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।(Medinipur medical College and hospital)

রবিবার সকালে ঘটনাটি ঘটে মেদিনীপুর(Medinipur) সদরের গুড়গুড়িপাল(Gurguri pal) থানার আমাঝর্ণা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিনয় সিং (আনুমানিক বয়স ২৭)। বাড়ি গড়বেতা(Garbeta) থানার ধবনি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, চাঁদড়া(Chandra) থেকে পিড়াকাটার(Pirakata) দিকে যাচ্ছিল ওই বাইক আরোহী। উল্টো দিক থেকে একটি ১৪ চাকার লরি আসছিল। আমাঝর্ণার জঙ্গলের মাঝে একটি টার্নিংয়ে বেপরোয়া গতিতে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার নিচে ঢুকে যায়। চাকায় পিষ্ট হয়ে যায় ঘটনাস্থলেই। দুমড়ে-মুচড়ে যায় বাইকটি।(Bike accident)

রাস্তায় অন্যান্য মানুষজন দেখে খবর দেয় গুড়গুড়িপাল থানায়(Gurguripal ps)। পুলিশ গিয়ে লরি সরিয়ে চাকার নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরে পলাতক লরির চালক ও খালাসী। বাইকের নম্বর প্লেট ধরে মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।(Paschim Medinipur police)

#bikeaccident, #Roadaccident, #Medinipur accident,#Midnapur,#Pachim Medinipur,

Previous articleBanglarbari:বাংলা আবাসের টাকা ছিনতাই,২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চোর,চাঞ্চল্য ডেবরায়
Next articleTiger : ঘুম ভেঙেই চাঙ্গা বাঘিনী জিনাত, লাল নীল বাতির কনভয়ে রাতেই আলিপুর পশু হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here