ঘাটাল: রেশন সামগ্রী নিয়ে চলছে ব্যবসা,রেশনে দেওয়া সরকারি আটা,চাল ফেরিওয়ালাদের মাধ্যমে ফড়েদের
হাত ঘুরে আড়তদারের কাছে, আর সেই রেশনে দেওয়া সরকারি আটা,চাল নিয়েই চলছে রমরমা ব্যবসা, গোডাউনে ভর্তি সরকারি
আটা,চাল। সরকারি লেবেল লাগানো আটার প্যাকেট কেটে আটা কে মজুদ
করা হচ্ছে বড় বড় বস্তায়।পাচার হচ্ছে বিভিন্ন স্থানে ৷ ঘাটালের রামজীবনপুরে সংবাদ
মাধ্যমের ক্যামেরাতে ধরার পড়ের পরে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিডিও৷
পশ্চিম মেদিনীপুর জেলার
রামজীবনপুর পৌর এলাকার রাজ্য সড়কের ধারে
বেশ বেশ কয়েকটি বড় বড় গোডাউন রয়েছে ৷ সেখানেই এই ব্যবসা চলছে, রমরমিয়ে চলছে সরকারি আটা কেনা বেচার। কিন্তু এই আটা আসছে কোথা থেকে,
খোঁজখবর নিয়ে জানতে পারা যায় রেশনের মাধ্যমে যে আটা দেয়া হয়,
সেই আটা ঘুরপথে ফেরিওয়ালাদের মাধ্যমে বিক্রি করা হয়। তার পরে সেই
আটা চলে আসে এই সমস্ত বড় বড় ব্যবসায়ীদের কাছে। তারা আবার এই আটা কে মজুদ করে,
সরকারি লেভেল বাদ দিয়ে, আটার ছোটো প্যাকেট কেটে
বড়ো বস্তায় মজুদ করে বিক্রি করে অন্যত্রে।
এই আটাই বিভিন্ন হাত ঘুরে নামি লেবেল
লাগিয়ে আবার মানুষের ঘরে পৌছাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যদিও ফেরিওয়ালা ও রেশন
উপভোক্তারা এই বিষয়ে মন্তব্য করতে চায় নি ৷ তবে এক আড়তে কর্মরত কর্মী বাপন ব্যানার্জী বলেন– “আমরা কর্মচারী , আমরা কিছু বলতে পারবো না৷ তবে আমরা কোনো
রেশনের দোকান থেকে সামগ্রী কিনিনা ৷ লোকজন সেই সমস্তসামগ্রী ফেরিওয়ালাকে বিক্রি করে
, তা হাত ঘুরে আমাদের কাছে আসে ৷”
যদিও সরকারি আটা বিক্রি বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও
রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “ বিষয়টি এই শুনলাম, দ্রুত পুলিশকে ব্যাবস্থা নেওয়ার জন্য
দেখতে বলছি ৷”