Home Blog Rail incident: যাত্রী নিয়ে হওড়ার উদ্দশ্যে বেরিয়ে গতি বাড়াতে যেতেই লাইনচ্যুত মেদিনীপুর...

Rail incident: যাত্রী নিয়ে হওড়ার উদ্দশ্যে বেরিয়ে গতি বাড়াতে যেতেই লাইনচ্যুত মেদিনীপুর হওড়া লোকাল

36
0

 

খড়গপুর:হাওড়ার উদ্দেশ্যে
যাত্রী নিয়ে গিরিময়দান থেকে বের হতেই লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল ৷ কয়েক মুহুর্তে
আতঙ্কে হুলস্থুল কান্ড যাত্রীদের মধ্যে ৷ তবে চালকের তত্পরতায় রক্ষা সকলেই ৷ রেলওয়ে
কর্তাদের তত্পরতায় দ্রুত সকলকেই নিয়ে হওড়ার উদ্দেশ্যে রওয়ানা দিল নতুন ট্রেন ৷

 লাইনচ্যুত হল মেদিনীপুর হাওড়া লোকাল ডাউন ৩৮৮১৪
নম্বর ট্রেন। শনিবার দুপুরে খড়গপুরের গিরি ময়দান স্টেশন পেরোতেই লাইনচ্যুত হয়
মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনটির একটি কামরার দুটি চাকা ।লাইনচ্যুত হলেও ট্রেন
গতিতে না থাকার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে।

 ট্রেনের গতি কম থাকায়
যাত্রীরা সকলেই রক্ষা পেল বলে জানালেন ওই ট্রেনের গার্ড বিউটি ভট্ট। তবে ঘটনার পরে
আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । ডাউন লাইনের লাইনচ্যুত হওয়ার কারণে অফলাইন থেকে
মেদিনীপুর থেকে আবার নতুন লোকাল ট্রেন দিয়ে যাত্রীদের হাওড়া উদ্দেশ্যে রওনা
করানো হয়েছে। পরে আরো একটি লোকাল ট্রেনে করে ঘটনাস্থলে পৌঁছালেন রেলের আধিকারিকরা



Previous articleTET :টেটের মেধা তালিকায় পশ্চিম মেদিনীপুর থেকে শীর্ষে তিন ছাত্রী, অবাক তিন মেধাবীই
Next articlefake lover: নকল ফেসবুক অ্যাকাউন্ট,মহিলা কন্ঠস্বরে যুবককে প্রেমের ফাঁদে লক্ষটাকা হাতিয়ে পুলিশের জালে যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here