Home National News Pushpa 2 : ভারতের দ্রুততম আয় যোগ্য ফিল্ম “পুষ্পা ২”, ছ-দিনেই বিশ্বব্যাপী...

Pushpa 2 : ভারতের দ্রুততম আয় যোগ্য ফিল্ম “পুষ্পা ২”, ছ-দিনেই বিশ্বব্যাপী আয় ১০৬২ কোটি

70
0

Medinipur Live: গত ছ’ দিনেই ১০৬২ কোটি টাকা আয় করে ভারতবর্ষের “দ্রুততম আয় যোগ্য ছবি” তকমা পেল আল্লু অর্জুন অভিনীত “পুষ্পা ২”(Pushpa 2)। এর আগে শাহরুখ খান অভিনীত “পাঠান”(Pathan) রেকর্ড তৈরি করেছিল। বিশ্বব্যাপী ১০৪৮ কোটি টাকা আয় করেছিল অনেকটা সময় নিয়ে। সেই স্থানে পুস্পা ২ বিশ্বব্যাপী ছয় দিনেই ১০৬২ কোটি টাকা আয় করে নিল। এর আগে এত দ্রুত আর কোনো ছবি এই পরিমাণ আয় করতে পারেনি। তাই এই ছবিকে “দেশের দ্রুততম আয় যোগ্য ছবি”তকমা দেওয়া হয়েছে।

এর আগে যে সমস্ত ছবি সব থেকে বেশি আয় করেছিল, আমির খান অভিনীত দঙ্গল (Dangal) (২০২৬ কোটি), বাহুবলী টু (১৭৮৮ কোটি)(Baahubali 2), সেগুলি হল শাহরুখ খান অভিনীত জওয়ান(Jawan) (১১৪৯ কোটি), কলকি (Kalki)( ১১৯২ কোটি), কেজিএফ ২ (KGF 2) (১২৫০ কোটি), আর আর আর(১৩০৭ কোটি)। কিন্তু এরা কেউই পুষ্পা ছবির মত ছ’দিনের মধ্যেই হাজার কোটি ছাপিয়ে যেতে পারেনি। পুষ্পা টু (Pushpa 2)শুরু থেকেই আয় এর ঝড় তুলেছে। যা বৃহস্পতিবারেও কমার নাম নেয়নি।

নির্মাতা ও জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে-পুষ্পা ২- নিজের রেকর্ডকেই ভেঙে দিয়েছে। অর্থাৎ পুষ্পা -তে যে পরিমাণ ইনকাম হয়েছিল, তার থেকে ছাপিয়ে গিয়েছে পার্ট টু। প্রায় ২৫০ কোটি বাজেটে তৈরি হয়েছিল পুষ্পা- প্রথম ছবিটি। আয় হয়েছিল-৩৯৩.৫ কোটি। পুষ্পা ২- তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি। ছয় দিনেই সেই ছবির আয় হয়েছে বিশ্বব্যাপী ১০৬২ কোটি। ফলে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে পুষ্পা। তবে এই এত দর্শকের ভিড় খুব একটা মসৃণ পরিস্থিতি তৈরি করেনি। হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে আল্লু অর্জুনের উপস্থিতিতে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল আল্লু অর্জুনের বিরুদ্ধে। ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তাৎক্ষণিক ঘোষণা করেছিল আল্লু আর্জুন। সেই সাথে আহতদের যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেবেন বলে তিনি ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন।

আল্লু অর্জুনের (ALLU ARJUN) অভিনীত পুষ্পা ২- আল্লু অর্জুন ছাড়াও রয়েছে রাস্মিকা মান্দানা (RASHMIKA MANDANA)। ফাহাদ ফসিল (FAHAD FASHIL) এর মত নামকরা অভিনেতা অভিনেত্রী। যারা এখন মারাত্মকভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন ছবির জনপ্রিয়তার কারণে। দক্ষিণী ছবির জনপ্রিয়তায় আরো কয়েকটি নক্ষত্র যোগ করে দিল আল্লু অর্জুনের এই ছবি।

#AlluArjun​ #Bihar​ #RashmikaMandanna​ #PushpaRaj​ #Pushpa​ #PatnaNews​ #Pushpa2Trailer​

Previous articlePushpa 2 : ভারতের দ্রুততম আয় যোগ্য ফিল্ম “পুষ্পা ২”, ছ-দিনেই বিশ্বব্যাপী আয় ১০৬২ কোটি
Next articleAllu Arjun Update: “পুষ্পা ২” ফিল্মের নায়ক আল্লু অর্জুন গ্রেফতার, বাড়ি থেকেই গ্রেফতার করলো পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here