Home Medinipur Live Accident: বেপরোয়া গতিতে প্রাইভেটকার মেদিনীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো চায়ের দোকানে, আহত...

Accident: বেপরোয়া গতিতে প্রাইভেটকার মেদিনীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো চায়ের দোকানে, আহত ৫

54
0

মেদিনীপুর: মঙ্গলবার সাত সকালেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মঙ্গল পান্ডে সরণীতে বেগতিক প্রাইভেট কার রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল চায়ের দোকানে। ওই সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারী সহ চায়ের দোকানে থাকা লোকজন গুরুতর আহত হলেন পাঁচজন। লন্ডভন্ড পাশাপাশি দুটি দোকানের জিনিসপত্র। গাড়িটি একজন আইনজীবীর ছিল। তবে আইনজীবী নিজে নেমে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মেদিনীপুর হাসপাতালে। সেখানে ছুটে আসে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাতটা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কালেক্টরের চত্বর এলাকার মঙ্গল পান্ডে সরণীতে। প্রত্যক্ষদর্শীদের দাবি-কালেক্টরেট এর দিক থেকে ওই প্রাইভেট কারটি প্রচন্ড গতিতে পুলিশ সুপারের অফিসের রাস্তায় যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাঁক নেওয়ার পর গাড়িটি আর সোজা হতে পারেনি যে কোন কারনে। একেবারে প্রচণ্ড গতিতে বেঁকে গিয়ে পরপর দোকানের সামনে থাকার সামগ্রী ভেঙে তছনছ করে চায়ের দোকানে ধাক্কা মারে। এতে ওই রাস্তায় থাকা পথচারীসহ চায়ের দোকানে বসে থাকা লোকজন আহত হয়েছেন। ৫ জন কম বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

গাড়িতে লেখা ছিল অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর। অর্থাৎ সরকারি এক আইনজীবীর গাড়ি ছিলো সেটি। ঐ আইনজীবী ও তার গাড়ি চালক নেমে দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মেদিনীপুর হাসপাতালে। তবে ততক্ষণে সেখানে হাজির হয়ে গিয়েছিল কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleH S exam: নেই পরীক্ষার্থী! জঙ্গলের ফাঁকা রাস্তায় ছুটলো ঐরাবত
Next articleAccident: রাতে বিয়ে বাড়ির শোভাযাত্রার উপর দিয়ে বেরিয়ে গেল বেপরোয়া পিকআপ ভ্যান, পিষে দিল সবকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here